X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাড়ে তিন ঘণ্টা পর তেজগাঁওয়ে যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৪

তেজগাঁও সাত রাস্তা

রাজধানীর তেজগাঁওয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ থাকার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে পোশাককর্মীরা সড়ক ছেড়ে চলে যান। ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনের পরিদর্শক কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বকেয়া বেতনের দাবিতে ওই এলাকার রাস্তা অবরোধ করেন নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার কর্মীরা। এতে করে  মগবাজার-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।। সৃষ্টি হয় তীব্র যানজট। এরপর মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন পোশাককর্মীরা। মালিক পক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১২টায় পোশাককর্মীরা অবরোধ তুলে নেন। ফলে সড়কে যান বাহন চলাচল স্বাভাবিক হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক  জানান,  বকেয়া বেতন ও ভাতার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন পোশাক কর্মীরা। তিনি বলেন, ‘ অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছি, পাশাপাশি মালিক পক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বুধবার (১১ সেপ্টেম্বর) রাত থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল।  কিন্তু সকালে তারা আবারও সড়কে জড়ো হয়েছেন।’

 

 

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি