X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আমরণ কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ২১:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৮





নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আমরণ কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আমরণ অনশন কর্মসূচি আগামী রবিবার (২০ অক্টোবর) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে তাদের অবস্থান কর্মসূচি চলবে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ফেডারেশন। আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর থেকে তাদের আমরণ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা ছিল।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে অবস্থানরত শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার আশ্বাসে আমরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আমরণ কর্মসূচি স্থগিত করেছি।’
এ সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসু আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তা না হলে ২১ আক্টোবর থেকে আবার আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন সাধারণ সম্পাদক।
তিনি জানান, ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সঙ্গেও শিক্ষামন্ত্রীর কথা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দীপু মনি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্দোলনের তৃতীয় দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা উদ্দেশে সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। তবে পুলিশি বাধায় তা ভেস্তে যায়।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
কিছু গণবিরোধী উপদেষ্টা শিক্ষকদের অনাহারে রেখেছেন: রিজভী
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে