X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি রাজধানীর অদূরে কেরানীগঞ্জে প্রাইম প্লাস্টিক কারখানায় লাগা আগুনের সূত্রপাত এবং এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুই কমিটির সদস্যরা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করেছেন।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটি দুটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকালে প্রাইম প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ ৩১ জন শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মারা গেছেন। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স শাখা) মো. আবুল হোসেনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মোমিন, উপ-সহকারী পরিচালক মো. মোস্থফা মহসীন এবং কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম।
তদন্ত কমিটির প্রধান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই কারখানায় ফায়ার সেফটির কোনও ব্যবস্থা ছিল না। তাছাড়া কারখানাটি আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে। আগুনের কারণ সম্পর্কে জানতে আমরা তদন্ত র্কাযক্রম শুরু করেছি। আশা করছি খুব দ্রুতই একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া হবে।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালালকে প্রধান গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ টি এম সাইফুল ইসলাম, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. কামরুল হাসান, উপ-মহাপরিদর্শক (ঢাকা) আহমেদ বেলাল এবং শ্রম দফতরের পরিচালক আমিনুল হক।
তদন্ত কমিটির প্রধান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পরপর আমরা কাজ শুরু করেছি। কারখানাটি পরির্দশন করে এবং ভুক্তভোগী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ চলছে। আমরা আশাবাদী, আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবো।’
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরির্দশন করে। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি।

আরও পড়ুন...

আগুন লাগা কারখানাটির অনুমোদন ছিল না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় নিহত ১

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, আহত ৩০

প্লাস্টিক কারখানায় দগ্ধ ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক

গ্যাস পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়