X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববাসীর শান্তি প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৪





গির্জায় প্রার্থনা চলছে বিশ্ববাসীর শান্তি প্রার্থনার মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হয়েছে বড়দিনের উৎসব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গির্জায় গির্জায় শুরু হয় ক্রিসমাসের আনুষ্ঠানিকতা। প্রার্থনার সময় শান্তি আর ভালোবাসা প্রতিটি মানুষের ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান গির্জার পাল পুরোহিত। এর আগে শিশুদের যিশুখ্রিষ্টের বিভিন্ন প্রতিকৃতি ধারণ করে মা মেরির সাজে গির্জায় প্রবেশ করতে দেখা যায়।
মা মেরি সেজে গির্জায় এক শিশু উৎসব পালনের জন্য গির্জাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে ৭ দিনব্যাপী সব ধরনের আনুষ্ঠানিকতা আগেই শেষ করা হয়। গির্জাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
প্রথম প্রার্থনা রাত সাড়ে ৮টায় শুরু হলেও আজ ও আগামীকাল মিলিয়ে রয়েছে আরও ৩টি প্রার্থনা।
গির্জা সাজানো হয়েছে রাজধানীর ফার্মগেটের হলি রোজারি চার্চের ফাদার সুব্রত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ১১টায় আরেকবার প্রার্থনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ২৫ ডিসেম্বরও আছে দুটি প্রার্থনা। একটি সকাল ৭টায়, অন্যটি সকাল ৯টায়।
কাকরাইল চার্চে ২৫ ডিসেম্বর সকাল ৭টায় এবং ৯টায় দুটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।’
গির্জায় প্রার্থনা মগবাজার এজি চার্চে ২৫ ডিসেম্বর ইংরেজিতে প্রার্থনা শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং বাংলায় শুরু হবে সকাল ১১টায়। প্রার্থনা শেষে পবিত্র বাইবেল থেকে আলোচনা হবে।
এছাড়াও দেশের বিভিন্ন গির্জায় স্থানীয় সময় অনুযায়ী প্রার্থনা চলছে ।
গির্জায় খ্রিষ্ট ধর্মাবলম্বীরা উল্লেখ্য, যিশুখ্রিষ্টের জন্মকে কেন্দ্র করে সারা বিশ্বে এ উৎসব পালিত হয়ে থাকে। ঠিক এই দিনেই যিশুর জন্ম হয়েছিল কিনা তা নিয়ে মতপার্থক্য আছে। তবে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ডিসেম্বরের কোনও একদিন তিনি (যিশুখ্রিষ্ট) জন্মগ্রহণ করেন। ২৫ ডিসেম্বরকে যিশুর সম্ভাব্য জন্মতারিখ ধরে এ উৎসব পালন করা হয়।
বিশ্বের অধিকাংশ দেশেই ২৫ ডিসেম্বর বড়দিন হিসেবে পালিত হলেও রাশিয়া, জর্জিয়া, মিসর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ওয়েস্টার্ন ন্যাশনাল চার্চ ৭ জানুয়ারি বড়দিন পালন করে থাকে।

ছবি: সাজ্জাদ হোসেন

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা