X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্যাংকের ওপর মানুষের আস্থা দিন দিন কমছে: সিদ্দিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮

এফবিসিসিআই’র সহ সভাপতি সিদ্দিকুর রহমান

দিন দিন ব্যাংকের ওপর মানুষের আস্থা কমছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘অর্থনীতির সূচক কেন অধোমুখী?’ শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতের দুরাবস্থার কারণ, মুষ্টিমেয় কিছু লোক অনেক টাকা নিয়ে যাচ্ছে। যেটা ব্যাংকিং খাতে অনেকটা লুটপাটের মতো। সবচেয়ে বড় কথা হলো, লিজিং কোম্পানিগুলো। কয়েকটি লিজিং কোম্পানিতে আপনি যদি ৫ লাখ টাকারও চেক জমা দেন, ওই টাকা ফেরত পাবেন না। লিজিং কোম্পানিগুলোর মনিটরিংয়ের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনও মনিটরিং নেই।  যার জন্য আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। ব্যবসায়ীদের ভুগতে হচ্ছে। একজন সামান্য আয়ের মানুষ যদি লিজিং কোম্পানি থেকে ৫ লাখ টাকা ফেরত না নিতে পারে তাহলে কী হবে? লিজিং কোম্পানিতে একটা ধস নামছে। ব্যাংকের প্রতি মানুষের আস্থা দিন দিন কমছে।’

তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী সংসদে বলেছেন, ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা আন্তঃব্যাংক ট্রান্সফার হয়েছে। অর্থাৎ এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের সঙ্গে আদান-প্রদান করেছেন। ঠিক আছে, মালিকরা লোন নিতে পারে। তাদের কতো শতাংশ মালিকানা? সেই অংশীদার যদি ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা নিয়ে যায় এবং সেই টাকা যদি আমাদের দেশে থাকে, সেটা যদি উৎপাদনমুখী কোনও খাতে বিনিয়োগ করা হয় তাহলে আমাদের কোনও আপত্তি নাই। কিন্তু যদি এটা দেশের বাইরে বা অন্য কোনও খাতে কিংবা অনুৎপাদনমুখী খাতে চলে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য বড় অশনি সংকেত।’

বাংলা ট্রিবিউন বৈঠকি

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন গাজী টেলিভিশনের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা।

রাজধানীর পান্হপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি