X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিদেশ ফেরত কর্মীদের নিয়ে সরকারের নতুন প্রকল্প

সাদ্দিফ অভি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৪

 

বিমানবন্দরে বিদেশ ফেরত এক নারী কর্মী (ফাইল ছবি)

বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের এবং মৃত কর্মীর পরিবারকে পুনরেকত্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে মার্চ থেকে একটি পাইলট প্রকল্প হাতে নিতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। বিদেশ ফেরত কর্মীদের অর্থনৈতিকভাবে সমাজে পুনরেকত্রীকরণের লক্ষ্যে প্রাথমিকভাবে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে কল্যাণ বোর্ড সূত্রে জানা গেছে। আগামী বোর্ড সভায় অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড সূত্রে জানা যায়, দেশের ১৫টি জেলা বাছাই করা হয়েছে। এসব জেলা থেকে বিদেশ ফেরত ১০০ পুরুষ এবং ১০০ নারী কর্মীকে পুনরেকত্রীকরণের জন্য প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প নেওয়া হবে। এই পাইলট প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি টাকা। প্রাথমিকভাবে যে কয়টি জেলা থেকে অভিবাসনের হার বেশি, সেসব এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এজন্য ডাটা সংগ্রহের কাজ করবে কল্যাণ বোর্ড। সংগৃহীত ডাটা হতে জেলাভিত্তিক তালিকা প্রস্তুতির কাজ নেওয়া হবে। একাজে সহায়তা করবে বিমানবন্দর ও কল্যাণ বোর্ডের আইটি শাখা।

পরিকল্পনা অনুযায়ী নারীদের জন্য মহিলা বিষয়ক অধিদফতরের সঙ্গে প্রশিক্ষণ বিষয়ে চুক্তি করার কথা ভাবছে বোর্ড। পুরুষ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের আনুমানিক ৪৫ দিনের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই প্রশিক্ষণ কৃষি, খামার কিংবা সেলাই মেশিন ভিত্তিক হতে পারে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নির্দিষ্ট খাতে পুনরেকত্রীকরণের কাজ করা হবে। এছাড়া পাইলট প্রকল্পটি সফল হলে দেশব্যাপী এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে বলেও জানা গেছে। এছাড়া একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মনিটরিং টিমের মাধ্যমে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকছে প্রকল্পটির অধীনে।

এ বিষয়ে কল্যাণ বোর্ডের উপপরিচালক (কল্যাণ) শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে আমরা কাজটি করতে চাচ্ছি। আগামী বোর্ড সভায় বিষয়টি উত্থাপন করা হবে। বোর্ড অনুমোদন দিলেই আমরা কাজ শুরু করবো।’ তিনি আরও বলেন, ‘বিদেশ ফেরত কর্মীদের উপযোগিতা হিসেবে প্রকল্পটি প্ল্যান করা হয়েছে। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমরা কাজটি করতে চাই।’

বিদেশ ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণের দীর্ঘদিনের দাবি অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টদের। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘পুনরেকত্রীকরণ আমাদের মনে করিয়ে দিতে পারে যে একটি মানুষ বিদেশ গেলে সফল হতে পারে আবার ব্যর্থ হতে পারে। যদি ব্যর্থ হয়ে ফিরে আসে তার জন্য যেমন জরুরি, সফল হয়ে যদি ফিরে আসে তার টাকাটি দিয়ে সে যেন আবার কিছু করে ঘুরে দাঁড়াতে পারে এবং সমাজ তাকে পুনরেকত্রীকরণের অংশ হিসেবে গ্রহণ করবে। সমাজ তাদের বলবে যে দেশের নাগরিক হিসেবে আমরা তোমাদের পাশে আছি। এজন্য পুনরেকত্রীকরণ জরুরি। এটি অভিবাসন প্রক্রিয়ার একটি অংশ। বিদেশ যাওয়া এবং টাকা পাঠানোই কিন্তু শুধু অভিবাসন নয়।’

প্রসঙ্গত,  বিদেশ থেকে কী পরিমাণ কর্মী ফেরত এসেছে তার সঠিক তথ্য কারও কাছে নেই। ঢাকায় ইমিগ্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছে ২০০৮ সালে ৩৮ হাজার ২৮৩, ২০০৯ সালে ২৭ হাজার ৩০৪, ২০১০ সালে ১৪ হাজার ১০৭, ২০১১ সালে ১৬ হাজার ১৭, ২০১২ সালে ৭০ হাজার ৬৪৬, ২০১৩ সালে ১৫ হাজার ১২৮, ২০১৪ সালে ১৫ হাজার ৭৭১, ২০১৫ সালে ১৩ হাজার ৬৮০, ২০১৬ সালে ৯ হাজার ৯, ২০১৭ সালে ১৬ হাজার ৩৭৪ এবং ২০১৮ সালে ২৪ হাজার ২৭২ জন। বিদেশ থেকে ফেরত আসাদের একটি বড় অংশ আসে সৌদি আরব থেকে। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ২০১৫ সালে সৌদি সরকার এক হাজার ৬৮৩, ২০১৬ সালে ৩ হাজার ১৫৬, ২০১৭ সালে ৪ হাজার ১৮৩, ২০১৮ সালে ১১ হাজার ৭৮ জন বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠিয়েছে। তবে ২০১৫-২০১৯ সালের অক্টোবর পর্যন্ত ১৩ হাজার ৩০১ জন বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছেন। প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারিতে তিন হাজার ৬৩৫ এবং ফেব্রুয়ারিতে এক হাজার ৯৫৯ জন সৌদি আরব থেকে ফিরে এসেছেন। এদের মধ্যে অন্তত ৩০০ জন নারী।

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা