X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘নোট-গাইড নিয়ে যা বলা হচ্ছে তা সুচিন্তিত নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:১০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

 

অধ্যাপক কায়কোবাদ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হলেও তা সুচিন্তিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ‘শিক্ষা নিয়ে আমাদের নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এর আগে শুনেছিলাম যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা নিজেদের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন। পরে সম্পূর্ণ বিপরীত একটি সিদ্ধান্ত এলো। বলা হলো, শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে পারবেন না। এগুলো থেকে আমি বলতে পারি, আমাদের সিদ্ধান্তগুলো সুচিন্তিত নয়। সুতরাং নোটবই নিয়ে যা বলা হচ্ছে, তাও আমার কাছে এমনই লাগছে।’

অধ্যাপক কায়কোবাদ আরও বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেকোনও বিষয় ভালোভাবে বুঝুক, মুখস্থ যেন না করে। আমাদের যে সৃজনশীল প্রশ্ন হচ্ছে, সেগুলো তো গাইড বইতেই পাওয়া যায়। তার মানে আমরা প্রশ্নপত্র তৈরি করতে পারছি না। আসলে আমরা যা যা বলছি, তা ঠিকমতো করতে পারছি না।’

নতুন নতুন পদ্ধতি আমাদের জনগোষ্ঠীকে বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এসএসসি পর্যায়ে যখন পরীক্ষা হয়, তখন সারা দেশ এতে সম্পৃক্ত হয়। এত বড় জনগোষ্ঠীকে নতুন নতুন পদ্ধতির কথা বলে বিভ্রান্ত করা কোনোভাবেই কাম্য নয়। এতদিন শিক্ষার্থীরা অনুশীলন বই পড়ে আসছে, এখন যদি হঠাৎ করে বলা হয় বই থাকবে না, তাহলে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। আমাদের চমৎকার পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। স্বাধীনতার ৫০ বছর হয়ে গেল, এখনও আমরা মানসম্পন্ন পাঠ্যপুস্তক তৈরি করতে পারলাম না। এর থেকে বুঝতে হবে আসলে আমাদের শিক্ষার প্রতি কোনও অঙ্গীকার নেই।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের পাক্ষিক এ আয়োজনে আরও অংশ নেন তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ রেবেকা সুলতানা, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে তা লাইভ দেখানো হয়।

আরও পড়ুন:
‘মূল সমস্যা পরীক্ষা এবং প্রশ্ন পদ্ধতি’
‘মূল পাঠ্যবইকে সহজ করলে সমস্যা কোথায়?’
‘বাইরের দেশে শিক্ষার্থীরাই প্রশ্ন তৈরি করে’

 

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!