X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

অভিজিৎ রায়কে হত্যার স্থানটি চেনেন না ঢাবি উপাচার্য!

সিরাজুল ইসলাম রুবেল
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪




অভিজিৎ রায়কে যেখানে হত্যা করা হয় সেখানে এখন ময়লা-আবর্জনার স্তুপ পাঁচ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)- এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের গেট সংলগ্ন স্থানটিতে পড়েছিল অভিজিতের নিথর দেহ। পরবর্তীতে ২০১৬ সালে ওই স্থানে ‘মুক্তচিন্তা স্তম্ভ’ নির্মাণের কাজ শুরু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোনও এক অজানা কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে জায়গাটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সেই হত্যাকাণ্ডের স্থানটি চেনেনই না। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়েতো বলতে পারবো না। কোন জায়গায় অভিজিৎকে হত্যা করা হয়েছে, সেটা আমার চেনা নেই। জানি যে ক্যাম্পাসের ভেতরে হত্যা করা হয়েছে।’

গত ২৬ ফেব্রুয়ারি ছিল অভিজিৎ রায়ের হত্যা দিবস। সেদিন সহযোদ্ধারা তাকে ফুল আর মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন। সেখানে উপস্থিত হন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সংগঠক জীবনানন্দ জয়ন্ত, আকরামুল হক, খাঁন আসাদুজ্জামান মাসুমসহ অনেকে। সেদিন তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, ঢাবি কর্তৃপক্ষের ইচ্ছা নেই বলেই অভিজিৎ রায় স্মৃতি স্মারক নির্মাণ হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় স্থানটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

অভিজিৎ রায়ের ছোট ভাই অনুজিৎ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব বিষয় নিয়ে আর কতবার বলা যায়। বলতে বলতে আমরা এখন ক্লান্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করবে। কিন্তু আজ পাঁচ বছর হয়ে গেলো। এখন পর্যন্ত একটি স্মৃতি স্তম্ভ তৈরি হয়নি। এক্ষেত্রে আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। তারা আট-দশটা হত্যাকাণ্ডের মতোই অভিজিৎ রায়ের ঘটনাটিও দেখছেন। এটা অত্যন্ত দুঃখজনক।’

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আসলেই দুঃখজনক। আমার কাছে মনে হয়, কেউ ইচ্ছাকৃতভাবে ওই স্থানে ময়লা ফেলে যায়। কারণ আমি ২৫ ফেব্রুয়ারি বইমেলায় যাওয়ার সময় দেখেছি স্থানটিতে অল্প কিছু ময়লা। ২৬ ফেব্রুয়ারি গিয়ে দেখি ময়লার স্তুপ। পরে ময়লা পরিষ্কার করে আমরা অভিজিৎকে শ্রদ্ধা জানাই।’

হত্যাকাণ্ডের স্থানটির পাশে মলমূত্র ত্যাগে সাধারণ মানুষের চলাচলই কঠিন হয়ে পড়েছে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সে উপলক্ষে মঞ্চের নেতাকর্মীরা স্থানটি পরিষ্কার করেন। তবে পর দিন ওই স্থানে গিয়ে এক স্তুপ ময়লা পড়ে থাকতে দেখা যায়। পাশে মানুষের মলমূত্রও দেখা গেছে। এছাড়া সেখানে পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার।

অভিজিৎ স্মরণে ‘মুক্তচিন্তা স্তম্ভ’ নির্মাণের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তেমন আগ্রহ দেখাননি। কিছুটা এড়িয়ে গিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘স্মৃতিস্তম্ভ নির্মাণের কোনও উদ্যোগ এখন আমার ধারণার মধ্যে নেই।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে ফেরার পথে অভিজিৎ রায়কে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বন্যাও গুরুতর আহত হন। পরে অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তদন্ত করে। তদন্ত শেষে ২০১৯ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় সিটিটিসি। বর্তমানে অভিজিৎ রায় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে। ২০১৯ সালের ১ আগস্ট এ মামলার বিচার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ রয়েছে ২ মার্চ। চলতি বছরের মধ্যেই এ মামলার বিচারকাজ শেষ হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন:
অভিজিৎ হত্যা: বছর শেষে রায় পাওয়ার আশা রাষ্ট্রপক্ষের

/টিটি/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!