X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘সীমান্ত হত্যা বন্ধে ভারতের সদিচ্ছা জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ০১:৩৬আপডেট : ১৩ মার্চ ২০২০, ০১:৩৮

‘সীমান্ত হত্যা বন্ধে ভারতের সদিচ্ছা জরুরি’

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব ঐতিহাসিক। অথচ বাংলাদেশ-ভারত সীমান্তে এখনও বিনা বিচারে হত্যাকাণ্ড হয়। গত বছর বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা প্রায় তিনগুণ বেড়েছে। এ বছর প্রথম মাসে উদ্বেগজনক হারে তা আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিরডাপ মিলনায়তনে বাংলা ফাউন্ডেশন আয়োজিত 'বাংলাদেশ-ভারত, সম্পর্ক চলমান পরিস্থিতি: প্রত্যাশা ও প্রতিশ্রুতি' শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন আয়োজক সংগঠনটির প্রধান নির্বাহী আবু হেনা রাজ্জাকী।

আলোচনায় তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এ বছর জানুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১০ জন বাংলাদেশি। গত বছর এ সংখ্যা ছিল ৩৮। বাংলাদেশ ছাড়াও ভারতের সঙ্গে চীন, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও ভুটানের সীমান্ত রয়েছে। ওইসব সীমান্তেও বিএসএফের তৎপরতা রয়েছে। কিন্তু এসব সীমান্তে কোনও হত্যার সংবাদ আমাদের নজরে আসে না। তাই সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যা থামাতে হলে রাজনৈতিক উদ্যোগ ও নিয়ন্ত্রণ করা দরকার। একইসঙ্গে সীমান্ত হত্যা বন্ধে ভারতের সদিচ্ছা খুবই জরুরি।

তিনি আরও বলেন, কাশ্মির ইস্যুতে বাংলাদেশ প্রাসঙ্গিক না হলেও নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই, কাশ্মিরের ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও কোনোভাবে যেন সেখানে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে ভারত সরকারকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে, এনআরসি এবং সিএএ একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ওপর যে এর কোনও প্রভাব পড়বে না এ বিষয়ে ভারত সরকারের উচ্চপর্যায়ের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রত্যাশা করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, সীমান্তে আমাদের যে ধরনের আচরণ প্রকাশ করার কথা সেটা আমরা করছি কিনা ভেবে দেখতে হবে। ভারতের অনেক রাজনৈতিক ব্যক্তি বড় ভাই ছোট ভাই মনোভাব নিয়ে কথা বলেন। এ বিষয়টা আইন করে বন্ধ করার বিষয় না। আমরা যদি তাদের আত্মসম্মান রক্ষা করে মর্যাদা দেই, তাহলে তারাও আমাদের সেই মর্যাদা দেবেন।

তিনি বলেন, আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে পারছি না। যে শিক্ষাব্যবস্থা গত ৪০ বছর যাবত বাংলাদেশে চলছে, এসব শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনও দেশেই জাতীয় ঐক্য থাকে না। আমাদের যারা মন্ত্রিপরিষদের সদস্য, তাদের মধ্যে শতকরা ৯৫ জন নিজের ছেলেমেয়েকে ইউএসএ, কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া—এই চার দেশের নাগরিক করে চলেছেন।

ভারতের সঙ্গে পানির সমস্যা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার ফেনী নদীর পানি দিতে কোনও দরকষাকষি করেনি। কিন্তু, ভারত সরকার তিস্তার পানি দেওয়ার বিষয়টি এখনও মীমাংসা করতে পারেনি।

ভারতের সাউথ ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নম্রতা কোঠারি বলেন, সীমান্তে হত্যার কারণ ভারতকে খুঁজে বের করতে হবে। নাগরিকত্ব আইন সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর কোনও চাপ বাংলাদেশে পড়বে না।

এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের কমতি নেই। কিন্তু যারা রাষ্ট্রযন্ত্র চালান তাদের মধ্যে ঘাটতি আছে। ভারতে নাগরিকত্ব আইন নিয়ে যেটা হয়েছে তাতে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব আহত হয়েছে। কারণ, ভারত গণতান্ত্রিক রাষ্ট্রের রোল মডেল। তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না।

সেমিনারে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো. এনামুল হক ও ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অধ্যাপক বিমল শংকর নন্দ।

 

/এইচএন/টিএন/এমওএফ/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম