X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সুবিধাবঞ্চিতদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করলো ক্রেতা হইহই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ২২:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:৩৭

ক্রেতা হইহই ডটকম এর পক্ষ থেকে  মাস্ক বিতরণ করা হচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে অনলাইন মার্কেটপ্লেস ‘ক্রেতা হইহই ডটকম’ (kretahoihoi.com)। গত (রবিবার ও সোমবার) দুদিন ধানমন্ডি, সায়েন্স ল্যাব, গ্রিনরোডসহ রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করে মার্কেটপ্লেসটি।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ‌‌‘ক্রেতা হইহই ডটকম’ এর সিইও এম.এ.রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি নূর ইসলাম রোমান, হেড অফ মার্কেটিং শাকিল ও চিফ টেকনোলজি অফিসার সাব্বির আহমেদসহ কোম্পানির আরও কর্মচারীরা।

প্রতিষ্ঠানটির সিইও এম.এ. রহমান বলেন, ‌‌‌‌‌‌‘সরকারের একার পক্ষে করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিরুদ্ধে কাজ করা সম্ভব না। সবার আগে আমাদের সচেতন হতে হবে। সচেতন না হলে কখনোই এই রোগ ঠেকানো যাবে না। যার যতটুকু সামর্থ্য আছে তাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা।'

তিনি আরও বলেন, ‘সামর্থ্যের দিক দিয়ে হয় তো কম, কিন্তু মানবতার দিক থেকে আমরা শীর্ষে। দেশের এই চরম সংকটময় মুহূর্তে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। গত দুদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করেছি এবং আজও কিছু এলাকায় বিতরণ কার্যক্রম চলবে।'

ক্রেতা হইহই ডটকম এর পক্ষ থেকে  মাস্ক বিতরণ করা হচ্ছে জানা যায়, ই-কমার্স জগতে বাংলাদেশে নতুন স্টার্ট আপ কোম্পানি হিসেবে যাত্রা শুরু শুরু করতে যাচ্ছে ক্রেতা হইহই.কম (kretahoihoi.com); যা একটি অনলাইন মার্কেটপ্লেস। অনলাইনে কেনা কাটায় গ্রাহকদের নতুন মাত্রার সুবিধা দিতে শিগগিরই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এম.এ.রহমান।

তিনি বলেন, ‌‘সাধারণ গ্রাহকের ই-কমার্স সম্পর্কে এখনও কিছু ভুল ধারণা রয়েছে এবং কিছু অসাধু কোম্পানির জন্য অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পান। এছাড়াও কিছু কোম্পানি এখন নানা পণ্যে লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নিয়ে জনগণকে দিনের পর দিন প্রতারিত করছে, তাই জনমনে অনলাইনে কেনাকাটার আস্থা ফিরিয়ে আনতেই মূলত আমাদের যাত্রা শুরু।'

লাইভ চ্যাট ইঞ্জিন, ভেন্ডরদের সঙ্গে লাইভ ভিডিও চ্যাট, লাইভ ট্র্যাকিং ফিচারসহ প্রথম ৩ মাসের জন্য সব ভেন্ডরদের সাবস্ক্রিপ্সন ফ্রি হবে। এছাড়া ক্রেতারা যেন কখনোই এক টাকার পণ্য কিনে প্রতারিত না হন এবং ঠিক সময়ে যেন প্রোডাক্ট হাতে পান সেটাও নিশ্চিত করা হবে।… জানান সিইও।

সেইসঙ্গে অবশ্যই অর্ডার করা পণ্যের সঙ্গে যেন ১০০ ভাগ মিল থাকে সেই লক্ষ্যে সিস্টেম সেটআপ নিয়ে গত এক বছর প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলে জানান এম.এ.রহমান।

 

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান