X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

নগদ টাকার জন্য ত্রাণের পণ্য বিক্রি

শাহেদ শফিক
০১ এপ্রিল ২০২০, ০১:৩৯আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০২:২৮

একজনের কাছ থেকে ত্রাণের পণ্য কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে করোনাভাইরাস সংক্রমণ রোধে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ে রাজধানীর ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) হাইকোর্ট মাজার প্রাঙ্গণে আট শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কিন্তু ত্রাণের এসব খাদ্যসামগ্রী বিক্রি করতে দেখা গেছে অনেককে।

মঙ্গলবার বেলা সাড়ে চারটার দিকে ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ হয়। এরপর অনেককেই দলবেঁধে সিটি করপোরেশনের দেওয়া সেসব খাদ্যসামগ্রী বিক্রি করতে দেখা গেছে। ত্রাণের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি সাবান রয়েছে। এসব  পণ্যসামগ্রীর মোট মূল্য প্রায় ৬০০ টাকা হলেও সেগুলো ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।

ত্রাণের পণ্য বিক্রি হচ্ছে ত্রাণসামগ্রী বিক্রি করাদের একজন মো. ইয়াছিন। কেন এগুলো বিক্রি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‌‌'আমরা ভিক্ষা করে যে টাকা পাই তা দিয়ে দিন চলে যায়। গত কয়েকদিন ভিক্ষার তেমন সুযোগ না থাকায় বাড়িতে তেমন টাকা পয়সা পাঠাতে পারিনি। তাই এগুলো বিক্রি করে দিয়ে টাকা বাড়িতে পাঠাবো।’

অপর একজন নাম না জানানোর শর্তে বলেন, ‌'গত কয়েক দিন অনেকের কাছ থেকে আমরা খাদ্যসামগ্রী পেয়েছি। ঘরে চাল, ডাল, তেল সাবান আছে। তাই আজ পাওয়া দ্রব্যসামগ্রী বিক্রি করে দিচ্ছি। সমস্যা তো নেই। আমরা তো টাকা পাচ্ছি।'

ত্রাণের পণ্য বিক্রি হচ্ছে শুধু তায় নয়, সিটি করপোরেশনের লোকজন চলে যাওয়ার পর অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিদের কাছ থেকে শক্তিশালী কয়েকজনকে ত্রাণের প্যাকেট ছিনিয়ে নিতেও দেখা গেছে।

জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌'মেয়র মহোদয় ৫০ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেই কাজ এখনও শুরু হয়নি। আগামী পরশু থেকে শুরু হবে। এখন আপদকালীন সময়ে অল্প কিছু দিচ্ছি। মানুষ ত্রাণ পেয়ে যদি বিক্রি করে দেয়, তাহলে আমাদের কী করার আছে?'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ