X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ২০:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২০:৫৯

 

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন সাংবাদিক নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ওই সাংবাদিকের সংস্পর্শে আসা আরও ৪৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সদস্য আমাদের এক সহকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত। উনি সর্বশেষ ২৫ এবং ২৬ মার্চে অফিসে কর্মরত ছিলেন। রাতে তার সিম্পটম গ্রো করায় আমাদের জানান, অফিসে তিনি আসতে পারবেন না, সেলফ আইসোলেশনে ছিলেন।’

শামসুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘‘দুদিন আগে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং স্যাম্পল নিয়ে টেস্ট রেজাল্ট আসে—‘দুর্ভাগ্যজনকভাবে যেটা পজিটিভ ছিল’।’’

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা সব সহযোগিতা করছি, আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ আছে।’

তার সংস্পর্শে আসা ৪৭ জনের একটি তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৬ মার্চ থেকে হিসাব করে আর পাঁচ দিন যদি আর কোনও সহকর্মীর সিম্পটম না দেখা যায়, তার মানে আর কোনও সংক্রমিত কেউ হয়নি।’

করোনায় আক্রান্ত এক সাংবাদিক, ৪৭ জন কোয়ারেন্টিনে গণমাধ্যমকর্মীরা সবসময় তাদের পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয় মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যারা সহকর্মীরা রয়েছি অন্যান্য জায়গায় সরকারের নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালন করি, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।’

কোভিড-১৯ আক্রান্ত সহকর্মীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ইনডিপেন্ডেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, ‘তিনি (আক্রান্ত ব্যক্তি) রিকভারি করছেন।’

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৬১ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি