X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

সুরক্ষা সামগ্রী না দিয়ে নার্সদের চাকরিচ্যুতির হুমকি, অভিযোগ ইমপালস হাসপাতালের বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ২২:৪৫আপডেট : ০৯ মে ২০২০, ১২:২৭

সুরক্ষা সামগ্রী না দিয়ে নার্সদের চাকরিচ্যুতির হুমকি, অভিযোগ ইমপালস হাসপাতালের বিরুদ্ধে

নার্সদের কোনও সুরক্ষা সামগ্রী না দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুরক্ষা সামগ্রী ছাড়া নার্সরা চিকিৎসা সেবা দেবে না জানালে, তাদের বেতন না দিয়ে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই  হাসপাতালে কর্মরত নার্সরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নার্সদের অভিযোগ সঠিক নয়।

ওই হাসপাতালের নার্সরা অভিযোগ করেন, বুধবার (৬ মে) সন্ধ্যা থেকে প্রায় ১০০ নার্সকে হোস্টেলের ভেতরে আটকে রেখে বৈদ্যুতিক লাইন ও পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছেন, ক্যান্টিন বন্ধ থাকায় তাদের কেবলমাত্র পানি দিয়ে ইফতার করতে হয়েছে।

ইমপালস হাসপাতালের একাধিক নার্স ঘটনা সম্পর্কে  বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু তাদের কোনও ধরনের সুরক্ষা সামগ্রী দেওয়া হবে না বলে জানিয়েছে। এর প্রতিবাদ করায় নার্সেস হোস্টেলের ভেতরে তাদের আটকে রাখার অভিযোগ করেন তারা।

নাম প্রকাশ না করে একাধিক নার্স বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমাদের সেই সুযোগ-সুবিধা দিতে হবে। সুরক্ষা সামগ্রী দিতে হবে। পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), মাস্ক ছাড়া আমরা কাজ করবো কী করে।

তাদের অভিযোগ, এসবের প্রতিবাদ করায় নার্সেস হোস্টেলের ইলেক্ট্রিসিটি, পানি সংযোগ ও হোস্টেলের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে।

নার্সরা জানান, নার্সদের সুরক্ষার প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের কোনও নজর নেই। এই হাসপাতালের তিন জন চিকিৎসক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তার পরও কেবলমাত্র চিকিৎসকদের নমুনা পরীক্ষার সুবিধা দেওয়া হলেও নার্সদের নমুনা পরীক্ষা করা হচ্ছে না।  

তারা বলছেন, মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে অর্ধেক। এপ্রিল মাসের বেতন এখনও পাননি। মে মাসের ১২ দিনের বেতন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নার্সদের অভিযোগের বিষয়ে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক খাদিজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নার্সরা অনেক বেশি বেতন চেয়েছে। কিন্তু এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই নতুন নার্স নিয়োগ দেওয়া হবে। আর সেটা করতে হলে পুরনোরা চলে যাবে, নতুনরা হোস্টেলে আসবে।’ ওরা কাজ করতে রাজি হলেই আর কোনও সমস্যা থাকে না বলে জানান তিনি।

নার্সদের সুরক্ষা সামগ্রী না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন অধ্যাপক খাদিজা।

/জেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ‘সাম্রাজ্যের’ অনুসন্ধান চেয়ে রিট
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ‘সাম্রাজ্যের’ অনুসন্ধান চেয়ে রিট
চাচাকে হারিয়ে চমক দেখালেন শাজাহান খানের ছেলে
চাচাকে হারিয়ে চমক দেখালেন শাজাহান খানের ছেলে
ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে হাঙ্গেরিতে চীনা প্রেসিডেন্ট
ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে হাঙ্গেরিতে চীনা প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’