X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পর্তুগালের নতুন নিয়মে আটকে আছে বিমানের বিশেষ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ২১:৫২আপডেট : ২৪ জুন ২০২০, ২৩:১৬

বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের আয়োজন করলেও পর্তুগালের নতুন নিয়মের কারণে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পর্তুগালের নতুন নিয়মের কারণে অনুমতি না মেলায় ফ্লাইট ছাড়তে পারেনি বিমান। সকাল থেকে বিমানবন্দরে এসে আটকে আছেন ২৩৩ জন যাত্রী। ফ্লাইটটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘ফ্লাইটটি এখনও ছেড়ে যায়নি। যাত্রীরা তো এ বিষয়ে উদগ্রীব না, আপনারা (সাংবাদিকরা) কেন এটাকে বার্নিং ইস্যু বানানোর চেষ্টা করছেন। বেশি কিছু জানার দরকার হলে পর্তুগালে যোগাযোগ করুন।’

জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত পর্তুগালের রেসিডেন্স কার্ডধারীদের জন্য বিশেষ ফ্লাইটের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি বুধবার সকাল ১১টায় ঢাকা ত্যাগ করার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য পর্তুগালের অনুমতি নেয় বিমান। গত ১৪ জুন ফ্লাইট পরিচালনার অনুমতি পায় বিমান। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ জুন) নতুন আদেশ জারি করে যে, যেকোনও বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য তাদেরও অনুমতি নিতে হবে। নতুন নিয়মের বিষয়টি বিমানকে জানানো হয় বুধবার সকালে। ফলে নতুন নিয়মের কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বিমানের এই বিশেষ ফ্লাইট। পর্তুগালের সিদ্ধান্ত জানার পর বিমান ফের অনুমতি চেয়ে আবেদন করেছে। অনুমতি মিললেই ছেড়ে যাবে ফ্লাইটটি।

এদিকে এই ফ্লাইটে যেতে যাত্রীরা সকাল সাতটার দিকে বিমানবন্দরে আসেন। তবে ফ্লাইটের অনুমতি না পাওয়ায় যাত্রীদের সকাল থেকে অপেক্ষা করতে হচ্ছে। বিমানের পক্ষ থেকে দুপুরের খাবার ও নাশতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

এই ফ্লাইটের যাত্রী রুবেল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সকালে এসে বিমানবন্দরে বসে আছি। একবার বলা হলো— বিকাল চারটায় ছেড়ে যাবে, কিন্তু যায়নি। এরপর বলা হচ্ছে, রাত সাড়ে ১১টায় যাবে। কিন্তু তার কোনও নিশ্চয়তা দেখছি না। এক লাখ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি। এখন বুঝতে পারছি না কী করবো। বিমানের পক্ষ থেকে আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে।’

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা