X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

করোনায় আক্রান্ত মা থেকে গর্ভের সন্তানের সংক্রমিত হওয়ার তথ্য নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৯:৪৫আপডেট : ২৯ জুন ২০২০, ২২:১৬

অধ্যাপক নাসিমা সুলতানা

করোনাভাইরাসে আক্রান্ত মায়ের কাছ থেকে গর্ভের শিশুর আক্রান্ত হওয়ার কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তাই নবজাতকের সুরক্ষায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সোমবার ( ২৯ জুন) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এ তথ্য জানান। তার বক্তব্যের শুরুতেই তিনি করোনা পরিস্থিতিতে নবজাতক ও শিশুদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে বলতে গিয়ে এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, সাবান-পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নবজাতককে জন্মের এক ঘণ্টার মধ্যে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মায়ের দুধের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়ায় না। বুকের দুধ খাওয়ানো এবং নবজাতককে তার মায়ের ত্বকের স্পর্শ রাখার সময় মাকে মাস্ক পরিধান করতে হবে।
গর্ভবতী মায়েদের প্রতি বিশেষভাবে যত্ন ও খেয়াল রাখার আহ্বান জানিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, পরিবারের সবার সচেষ্ট থাকতে হবে যেন গর্ভবতী মায়েরা সংক্রমিত না হন। তারা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, বারবার সাবান-পানি দিয়ে ২০ সেকেন্ড সময় ধরে হাত ধোবেন। জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলবেন। হাসপাতালে তাদের যখন পরীক্ষা করার সময় তখন নিয়মিত ভাবে তাদের চেকআপের ব্যবস্থা রাখি এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে তাদের নিয়ে যাই। যারা পরিবারের সদস্যরা আছেন তারা এ বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
সাক্ষ্য দিতে না আসায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলাসাক্ষ্য দিতে না আসায় দুই চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট
সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট
যে চার খাতে এডিবির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
যে চার খাতে এডিবির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?