X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যের সত্যতা পাননি স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ০২:১৩আপডেট : ২৩ জুলাই ২০২০, ০২:১৪

ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যের সত্যতা পাননি স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রীর ডাকা জরুরি সভায় পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসা তাদের কার্যক্রম সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তাৎক্ষণিক সেসব এলাকা পরিদর্শন করে সংস্থা দুটির দেওয়া তথ্যের সত্যতা পাননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশও প্রকাশ করেছেন।

বুধবার (২২ জুলাই) রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দফতর বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে অনলাইনে এক সভার আয়োজন করেন স্থানীয় সরকার মন্ত্রী। সভায় ঢাকা ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড নগরীর জলাবদ্ধতা নিরসনে স্বাভাবিক উপায় পানি বের করতে না পারায় পাম্পিং করে পানি বের করে দিচ্ছেন বলে জানায়। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাবি করে বলেন, পাম্পিং হাউসগুলো সম্পূর্ণ কার্যকর নয়।

এরই পরিপ্রেক্ষিতে সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক পাম্প হাউজ সরেজমিনে পরিদর্শনে বের হন মন্ত্রী। এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ডের কালুনগর পাম্প হাউজ এবং ২৪ নং ওয়ার্ডের বালুরঘাট এলাকার খাল পরিদর্শন করেন। পরে সোনারগাঁও হোটেলের পাশে হাতিরঝিলের স্লুইচ গেট এবং মিরপুর বেড়িবাঁধে অবস্থিত গোড়ানচটবাড়ি পাম্প হাউজ পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতা নিরসনে তাদের কার্যক্রম সম্পর্কে যে তথ্য দিয়েছে, তা সরেজমিনে পরিদর্শন করে আশানুরূপ মিল পাওয়া যায়নি।'

ঢাকার খাল ও জলাশয়গুলোর দেখভালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে দেওয়া নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সিটি করপোরেশনের সক্ষমতা বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।'

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে থাকা খাল ও জলাশয়গুলো সিটি করপোরেশনকে দিলে নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান করবে বলে অঙ্গীকার করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের কর্মকাণ্ডের প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের স্বস্তির জন্য যে কোনও সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করা হবে।'

ঢাকা নগরীতে জলাবদ্ধতা আগের তুলনায় অনেক কমেছে উল্লেখ করে তিনি জানান, যেসব জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার লক্ষ্যেই তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন।

মন্ত্রী বলেন, 'জলাবদ্ধতা নিরসনের জন্য যে সব দফতর, বিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়োজিত আছে তারা সবাই সমন্বয় করে কাজ করছেন। তা সত্ত্বেও কেন রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে তা দেখতেই তিনি মাঠে নেমেছেন।

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক বৃষ্টিতে ধুয়ে গেলো প্রার্থীদের পোস্টার
এক বৃষ্টিতে ধুয়ে গেলো প্রার্থীদের পোস্টার
বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ
বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় পরিজার নিন্দা
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় পরিজার নিন্দা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু