X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনায় ঈদে রেল স্টেশনে ভিন্ন চিত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ২১:০৫আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:০৫

কমলাপুর রেলওয়ে স্টেশন (ফাইল ছবি) এবারের ঈদ যাত্রায় চিরচেনা চেহারা নেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। নেই অন্যান্য ঈদের মতো ভিড়। করোনা মহামারীর মধ্যেই অনেকটা নীরবতার মধ্যেই সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংস্থাটি। স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নিয়ম অনুসরণ করে রেল পরিচালনা করায় এবারের ঈদযাত্রা রোল মডেল হয়ে থাকবে বলে মনে করছেন রেল যাত্রীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অন্য বছরের মতো প্ল্যাটফর্মে নেই যাত্রীদের অতিরিক্ত ভিড়। অল্প অল্প করে স্টেশনে যাত্রী প্রবেশ করছেন। ছিল না কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন। স্টেশনে প্রবেশেও ছিল না দীর্ঘ সারি। স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের পথগুলোতেও ছিল যথেষ্ট কড়াকড়ি। নেই নিয়ম ভাঙার প্রবণতা। সবাই নিয়ম মেনেই প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মেনেই সব যাত্রীদের থারমাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এক এক করেই প্রবেশ করানো হচ্ছে। আর ট্রেলগুলোতেও দেখা গেছে যথেষ্ট কড়াকড়ি। ট্রেনে পাশাপাশি একটি করে সিট ফাঁকা রেখেই যাত্রী পরিবহন করা হচ্ছে। আর অন্যান্য ঈদের মতো ট্রেনের ছাদে যাত্রী পরিবহন করতে দেখা যায়নি। যাত্রীরাও স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রা করছেন।

রেল সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে রেলওয়ের পক্ষ থেকে বাড়তি কোনও আয়োজন নেই। করোনার সময় যে কয়টি ট্রেন চলতো ঠিক সেভাবেই ট্রেন চলাচল করছে। আর ট্রেন স্বাস্থ্যবিধি মেনে যে কয়টি আসন থাকে সেগুলোর সবকটি অনলাইনে বিক্রি করা হচ্ছে। যে কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে না। এছাড়া ট্রেন ও স্টেশনে যাত্রী সুরক্ষায় শারীরিক দুরত্ব নিশ্চিত, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল করায় করোনার ঝুঁকি কম।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ গত ১ জুন থেকে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়েছে। সব মিলিয়ে ১২টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এখন পর্যন্ত সেভাবেই চলছে ট্রেন। ঈদ উপলক্ষে বাড়তি কোনও আয়োজন নেই। আর যে ট্রেনগুলো চলাচল করছে সেগুলো নির্ধারিত সময়েই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এবার যাত্রীর অতিরিক্ত চাপ না থাকায় সিডিউল টাইম অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। কেউ যাতে স্বাস্থ্যবিধি ভঙ করতে না পারে সে দিকে নজর রাখা হচ্ছে।

জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী সামছুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদ যাত্রা অনেক ভালো লাগছে। রেল কর্তৃপক্ষ যে আয়োজন করছে তা সত্যিই প্রসংশনীয়। আমরা একটু শঙ্কিত ছিলাম অন্যান্য বছরের মতো যাত্রীরা ছাদ কিংবা বগির বিভিন্ন অংশে উঠে যায় কিনা। কিন্তু স্টেশনে এসে সেই ধারণা পুরো পাল্টে গেছে। টিকিট ছাড়া অতিরিক্ত কোনও যাত্রী স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

অপর যাত্রী ইসমাইল হোসেন বলেন, ‘স্টেশনে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। ট্রেনে উঠার সময়ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করে উঠানো হয়েছে। ট্রেনের মধ্যে একটি করে সিট ফাঁকা রাখা হয়েছে। রেলের কর্মকর্তা-কর্মচারীরাও স্বাস্থ্যবিধির বিষয়ে যথেষ্ট তদারকি করছেন।’

/এসএস/এনএস/
সম্পর্কিত
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত