X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

টাকার বান্ডিল দিয়েও মেলেনি গরু, পুলিশের হাতে ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ২০:৪৮আপডেট : ৩১ জুলাই ২০২০, ২১:২২

 

প্রতারকদের কাছ থেকে জব্দ করা চাবির রিং ও টাকা তাদের ব্যাগভর্তি ছিল ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল। আফতাবনগর পশুর হাটে তারা ঘুরেছেন, গরুর দরদাম করেছেন, রফা হওয়ার পর বেপারিদের বান্ডিল বান্ডিল টাকাও দিয়েছেন। কিন্তু মেলেনি গরু। উপরন্তু এই গরু ক্রেতাদের আটক করেছে পুলিশ। কারণ, তাদের ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিলের ভেতরে ছিল সব ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট। কোরবানির পশুর হাট থেকে এমন প্রতারণার অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চার-পাঁচ ব্যক্তি বৃহস্পতিবার রাতে আফতাবনগর পশুর হাট থেকে এক লাখ ১৩ হাজার টাকায় একটি গরু কেনে। তারা বেপারিকে ৫০০ ও ১০০০ টাকার নোটের একাধিক বান্ডিল দেয়। বেপারি দ্রুত ক্রেতাদের কাছে গরু হস্তান্তর করেন। কিন্তু বেপারি যখন বান্ডিল খুলে টাকা গোনা শুরু করেন তখন দেখতে পান বান্ডিলের ওপরের ও নিচের নোট ৫০০ আর ১০০০ টাকার হলেও ভেতরে সব ২০, ৫০ ও ১০০ টাকার নোট। বিষয়টি দ্রুত তারা সবাইকে জানায়। এরপর পুলিশ এই প্রতারক চক্রটিকে গ্রেফতার করে।’

এই চক্রটি দেশের বিভিন্ন পশুর হাটে এমন প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বান্ডিলের ওপরে ও নিচে দুটি করে ১০০০ টাকার বা ৫০০ টাকার নোট রেখে ভেতরে সব ছোট নোট সাজিয়ে ইলাস্টিক দিয়ে বান্ডিল তৈরি করে প্রতারকরা। এরপর তারা গরুর দরদাম করার পর টাকা দিয়ে দ্রুত হাট থেকে বের হয়ে যায়।

বাড্ডা থানার ওসি জানান, প্রথমে চক্রের কয়েকজনকে গ্রেফতারের পর প্রযুক্তির সহায়তায় মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক স্বীকারোক্তিতে গ্রেফতার ব্যক্তিরা জানায়, বিভিন্ন পশুর হাট থেকে এভাবে প্রতারণা করে আটটি গরু হাতিয়ে নিয়ে বিক্রি করেছে তারা।

তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।

এই প্রতারক চক্রের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি প্রাইভেটকার, এক হাজার টাকার ৫৮টি নোট, ১০০ টাকার ৩২৬টি নোট, ৫০ টাকার ৯০টি ও ১০ টাকার ৪৮৭টি নোট জব্দ করা হয়েছে।

অপরদিকে, পশুর হাট থেকে প্রতারণা করে বাগিয়ে নেওয়া দুটি গরু উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। এ ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল