X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় পৃথক অডিট সেক্টর প্রতিষ্ঠার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ২২:২৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ২২:২৮

স্থানীয় সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের সবচেয়ে কাছের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানে কার্যকর নিরীক্ষা পরিচালিত হওয়া প্রয়োজন। বিদ্যমান কমপ্লায়েন্স অডিটের চাইতে গুরুত্ব দিতে হবে কর্ম-দক্ষতা ও ঝুঁকিভিত্তিক নিরীক্ষার ওপর। স্থানীয় সরকারকে আগে শক্তিশালী করতে হবে। দিতে হবে আর্থিক স্বাধীনতা। সর্বোপরি স্থানীয় সরকারকে কার্যকর করতে পৃথক অডিট সেক্টর প্রতিষ্ঠা করতে হবে।
‘কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আর্থিক নিরীক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সোমবার দুপুরে কাওরানবাজার সংলগ্ন ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ সেমিনার হলে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (গভর্নেন্স) ড. তোফায়েল আহমেদ।
গবেষণাপত্র উপস্থাপন করেন পাবলিক সেক্টর ফাইন্যান্স স্পেশালিস্ট ও অবসরপ্রাপ্ত ডেপুটি সিএজি গোলাম মুস্তাফা। সঞ্চালনায় ছিলেন ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহতাব উদ্দিন।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের পরিচালক ওয়াহিদা হামিদ, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের জিয়াউল করিম, সাবেক কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস রেজাউদ্দিন এম চৌধুরী, নওগাঁর পত্নীতলা উপজেলার ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম আহসান হাবিব, রাজশাহী লোকমোর্চার সভাপতি জামাত খান প্রমুখ।

ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকারকে তো বটেই, ওসিএজিকেও শক্তিশালী করতে হবে। এর লোকবল বাড়াতে হবে। মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের নিরীক্ষা প্রক্রিয়া শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। বর্তমানে স্থানীয় সরকারের ক্ষমতা ও সম্পদ এতো সীমিত যে নিরীক্ষা বিষয়ে আমাদের মনোযোগ কম। ওসিএজি এসব সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নোট দিতে পারে।

/ওএফ /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র