X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাত দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

সঞ্চিতা সীতু
২০ আগস্ট ২০২০, ১৯:৪৮আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:১১

বন্যা কবলিত এলাকা

নদীর পানি ফের কমতে শুরু করেছে। অনেক নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেছে। যদিও আজ বৃহস্পতি ও আগামীকাল শুক্রবারের বৃষ্টির কারণে পানি কিছুটা বাড়তে পারে। তারপরও আগামী পাঁচ দিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থেকে এরপর উন্নতি হওয়ার আভাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। এখন চলছে হেমন্তকাল। ফলে বৃষ্টির প্রবণতাও কমে আসবে শিগগিরই। আবহাওয়া ও বন্যা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী উদয় রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মনে করি, ১৮ আগস্ট থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে এরপর উন্নতি হবে। এই হিসাবে আজ থেকে আগামী ৫ দিন পর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হবে।’ 

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি কমেছে। এই প্রবণতা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইভাবে উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।  তবে পদ্মা ও গঙ্গা নদীর পানি বাড়ছে এবং সেটাও আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

দেশের চার নদীর চার পয়েন্টের পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার ৬ নদীর ৬ পয়েন্টের পানি বিপৎসীমার  ওপরে ছিল। 

যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে পানি বৃহস্পতিবার বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে ২২ এবং পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

১০ দিনের পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এতে বগুড়া ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি আগামী ৫ দিন স্থায়ী হতে পারে। অন্যদিকে কুড়িগ্রাম জেলার চিলমারী পয়েন্ট, গাইবান্ধা জেলার ফুলছড়ি পয়েন্ট, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্ট এবং জামালপুর জেলার বাহাদুরাবাদ পয়েন্টে পানি বাড়তে পারে। তবে আগামী ৮ দিনের মধ্যে আর কোনও নদীর পানি বিপৎসীমার ওপরে যাওয়ার শঙ্কা নেই। এছাড়া গঙ্গা ও পদ্মা নদীর পানিও বাড়তে পারে। এতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সীগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানিও বাড়তে পারে। এতে রাজবাড়ী ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘সাগরে লঘুচাপ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকালও অব্যাহত থাকতে পারে। কিন্তু এরপর বৃষ্টি কমে আসবে। যদিও মৌসুমি বায়ু এখন সক্রিয়। এ  অবস্থায় থাকলেও আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে। ফলে বর্ষার বৃষ্টি কমে আসবে শিগগিরই।   

আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে ১৪৩ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জে ২৩, ময়মনসিংহের নেত্রকোনায় ৩, সিলেটের শ্রীমঙ্গলে ১০, রাজশাহীতে ৬, খুলনা বিভাগের মধ্যে মোংলায় ৩৫ এবং বরিশালের খেপুপাড়ায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

 

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে