X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

প্রাথমিকের দফতরিদের রাজস্ব খাতে নিতে গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি

এস এম আববাস
১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২

প্রাথমিক শিক্ষা অধিদফতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার জন্য প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ কর্ম দিবসে সাবেক মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই প্রস্তাব করে চিঠি দেন। জানতে চাইলে সদ্য সাবেক মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে নিতে পুনর্বিবেচনার জন্য চিঠি দিয়েছি।’
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া দফতরি কাম প্রহরীদের আন্দোলনের পর রাজস্ব খাতে পদ সৃষ্টির জন্য এই প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বলা হয়, সরকারি ভবন, স্থাপনা, মেশিনারিজ, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের বিষয়টি বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে পদ সৃষ্টি ৬৮৪টি পদ ছাড়া অবশিষ্ট ৩৬ হাজার ৯৮৮টি বিদ্যালয়ে একটি করে দফতরি কাম প্রহরী পদ আউটসোর্সিংয়ের মাধ্যমে সৃষ্টি করা হয়।
ইতোমধ্যে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ, বিদ্যালয়হীন এলাকায় এক হাজার ৫০০ বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত বিদ্যালয়গুলো জাতীয়করণের ফলে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৫ হাজার ৫৫৩ বিদ্যালয়ে উন্নীত হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউটসোর্সিং হিসেবে সৃষ্টি ও প্রস্তাবিত ‘দফতরি কাম প্রহরী’ পদগুলোকে আউটসোর্সিংয়ের পরিবর্ততে রাজস্ব খাতে মোট ৬৪ হাজার ৮৪৩টি পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী ছক তৈরি পূরণ করে গত ২২ আগস্ট প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত গত ২৩ ফেব্রুয়ারি পদটি আউটসোর্সিং প্রক্রিয়ায় ‘সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮’ এর তফশিলভুক্ত বিধায় ওই পদ রাজস্ব খাতে সৃষ্টির সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৯ মার্চ পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে অধিদফতরকে তা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রস্তাবনা সংক্রান্ত চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী পদে অর্থ মন্ত্রণালয়ের জারি করা আউটসোর্সিংয়ের নীতিমালা অনুযায়ী জনবল নিয়োগ না করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ৯ ডিসেম্বরের স্মারকমূলে অনুমোদিত নীতিমালা অনুযায়ী দফতরি কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়।
এমতাবস্থায় অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা আউটসোর্সিংয়ের নীতিমালা অনুযায়ী জনবল নিয়োগ না করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী পদে জনবল নিয়োগ করা হয়েছে।
বিধায় সরকারি ভবন, স্থাপনা, মেশিনারিজ, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ও ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের বিষয়টি পুনর্বিবেচনা করে রাজস্ব খাতে ৬৪ হাজার ৮৬৯টি দফতরি কাম প্রহরী পদ সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!