X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক অবক্ষয় রোধে কামরাঙ্গির চরে সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৮:৫১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:৫৩

সামাজিক অবক্ষয় রোধে কামরাঙ্গির চরে সভা

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ‘সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক ভূমিকা নিশ্চিত করতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের উদ্যোগে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর এলাকার প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এবং বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগাবেন। আজকে এই বিষয়টি প্রতিটি মহল্লায় মহল্লায় জানিয়ে দিতে হবে। প্রতি শুক্রবার মসজিদের ইমাম সাহেবরা এবং স্কুলের শিক্ষকরা সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক ভূমিকা নিশ্চিত করতে যার যার অবস্থানে থেকে বার্তা দিতে থাকবেন। তাহলেই সম্ভব আপনার সন্তানকে মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে।’

সভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন বলেন, ‘প্রত্যেক অভিভাবক তার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, এই বিষয়গুলোতে গুরুত্ব দিলে আমার মনে হয়, আমাদের সন্তানেরা কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবে না।

আজকের এই অনুষ্ঠানটি সারাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন হবে। দেশের প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে যেকোনও অপরাধ নির্মূল করা সম্ভব।’

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন— কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল মাদবর এবং ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুর আলম চৌধুরী প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা