X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জিপির এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১১:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১১:০২

জিপির কর্মীদের মানববন্ধন



গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সাধারণ কর্মীরা মানববন্ধন করছেন। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজের সামনে কর্মীরা মানববন্ধন করেন।

মিয়া মাসুদ গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের বিজনেস গভর্নেন্স অ্যান্ড ইন্টারনাল কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 
মানববন্ধন থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয় মিয়া মাসুদকে। যা ওইদিন থেকেই কার্যকর হয়েছে। তার দেনাপাওনা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

জিপির কর্মীদের মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অত্যন্ত বেদনাহত ও বিক্ষুব্ধ হয়ে জানাচ্ছি আমাদের রেজিস্টার্ড ইউনিয়ন জিপিইইউ’র সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে সম্পূর্ণ গায়ের জোরে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৬ ধারা প্রয়োগ করে টার্মিনেট করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। গ্রামীণফোন তার কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দিয়ে অনেককে কর্মহীন করে গণছাটায়ের অপতৎপরতা চালাচ্ছিল যা মিয়া মাসুদ রুখে দেওয়ার জন্য কোম্পানির ভেতরে ও বাইরে, বিভিন্ন সরকারি দফতরে চিঠি দেওয়া ও শ্রম স্বার্থ রক্ষায় আন্তর্জাতিকভাবে যারা কাজ করে তাদের সহযোগিতা চাওয়ায় মিয়া মাসুদকে গণছাটায়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে সহজভাবে গণছাটাইয়ের সুবিধার্থে মাস্টার প্ল্যান করে টার্মিনেট করেছে।’ 
সকাল ৯টায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সদ্য চাকরিচ্যুত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদ, যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমানসহ সাধারণ কর্মীরা। 

জিয়াউর রহমান বলেন,  ‘আমরা আধা ঘণ্টার বেশি সময় মানববন্ধন করে জিপি হাউজে প্রবেশ করি। এখানে আমরা দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাবো। আমাদের যৌক্তিক দাবি দাওয়া সংবলিত চিঠি দেবো।’ 


 

/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ