X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জিপির এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১১:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১১:০২

জিপির কর্মীদের মানববন্ধন



গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সাধারণ কর্মীরা মানববন্ধন করছেন। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজের সামনে কর্মীরা মানববন্ধন করেন।

মিয়া মাসুদ গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের বিজনেস গভর্নেন্স অ্যান্ড ইন্টারনাল কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 
মানববন্ধন থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয় মিয়া মাসুদকে। যা ওইদিন থেকেই কার্যকর হয়েছে। তার দেনাপাওনা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

জিপির কর্মীদের মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অত্যন্ত বেদনাহত ও বিক্ষুব্ধ হয়ে জানাচ্ছি আমাদের রেজিস্টার্ড ইউনিয়ন জিপিইইউ’র সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে সম্পূর্ণ গায়ের জোরে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৬ ধারা প্রয়োগ করে টার্মিনেট করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। গ্রামীণফোন তার কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দিয়ে অনেককে কর্মহীন করে গণছাটায়ের অপতৎপরতা চালাচ্ছিল যা মিয়া মাসুদ রুখে দেওয়ার জন্য কোম্পানির ভেতরে ও বাইরে, বিভিন্ন সরকারি দফতরে চিঠি দেওয়া ও শ্রম স্বার্থ রক্ষায় আন্তর্জাতিকভাবে যারা কাজ করে তাদের সহযোগিতা চাওয়ায় মিয়া মাসুদকে গণছাটায়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে সহজভাবে গণছাটাইয়ের সুবিধার্থে মাস্টার প্ল্যান করে টার্মিনেট করেছে।’ 
সকাল ৯টায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সদ্য চাকরিচ্যুত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদ, যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমানসহ সাধারণ কর্মীরা। 

জিয়াউর রহমান বলেন,  ‘আমরা আধা ঘণ্টার বেশি সময় মানববন্ধন করে জিপি হাউজে প্রবেশ করি। এখানে আমরা দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাবো। আমাদের যৌক্তিক দাবি দাওয়া সংবলিত চিঠি দেবো।’ 


 

/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
তেজগাঁওয়ে পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাই, আটক ৬
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন