X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাকায় বাসে অগ্নিসংযোগ: আসামি প্রায় ৬শ’, গ্রেফতার ৩২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ১৭:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৭:৪২

রাজধানীতে বাসে আগুন রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) অন্তত ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনায় ৯টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ ও বংশাল) ১৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে এবং ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের মধ্যে শাহবাগ থানায় ছয় জন, পল্টন থানায় ১০ জন, বংশাল থানায় দুই জন, কলাবাগান থানায় দুই জন, তুরাগে একজন, উত্তরায় ৯ জন ও মতিঝিল থানায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এজাহারভুক্ত অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

ওয়ালিদ হোসেন জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও পাঁচটি মামলা হয়েছে। ১৪টি মামলায় মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় ৬০০ জনকে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দাবি, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনও পক্ষ নাশকতার উদ্দেশ্যে একযোগে বিভিন্ন এলাকায় বাসে আগুন দেয়। নির্বাচনি এলাকার দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ও ভোটগ্রহণের সময় রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা এক সূত্রে গাঁথা। এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের ইন্ধন রয়েছে বলে তথ্য রয়েছে তাদের কাছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একে একে কাঁটাবন, বংশাল, মতিঝিল, শাজাহানপুর, গুলিস্তানের গোলাপ শাহ মাজার ও প্রেসক্লাব এলাকায় বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: 

রাজধানীতে হঠাৎ একাধিক বাসে আগুন

বাসে আগুনের ঘটনায় ছয় থানায় ৯ মামলা

রাজধানীতে বাসে আগুনের ঘটনায় ২৮ জন রিমান্ডে

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকসহ ১২ জনকে আটকের অভিযোগ

ক্ষমতাসীনদের এজেন্টরাই বাসে অগ্নিসংযোগ করেছে: বিএনপি

সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: কাদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণের জন্য বাস পোড়ানো হয়েছে: জাফরুল্লাহ

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী