X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইউটিউব চ্যানেলে জমি দেখিয়ে প্রতারণা!

শাহরিয়ার হাসান
১৯ নভেম্বর ২০২০, ১৩:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৪:০৪

ইউটিউব

সাইবার অপরাধীদের প্রতারণায় বাদ যায়নি ইউটিউব চ্যানেলও। জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যমটিতে লোভনীয় সব ভিডিওর ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল প্ল‌্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষদের জ্ঞানের অভাব, সরলতা ও অতিমাত্রায় লোভের কারণেই প্রতারকরা সুযোগ পাচ্ছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, বিকাশের মাধ্যমে প্রতারণার হাজারও অভিযোগ এমনিতেই আছে তাদের কাছে। এর মধ্যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখিয়ে, ফ্ল‌্যাট বা জায়গা বিক্রির কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। টাকা হাতানোর পর বন্ধ করে দেওয়া হচ্ছে চ্যানেল।

গাজীপুরের ফার্নিচার ব্যবসায়ী মতিউর রহমান। শখ করেছেন একটা ফ্ল‌্যাট বা জায়গা কেনার। খোঁজ খবরও নিচ্ছিলেন। হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখার সময় ‘জায়গা কেনাবেচা’ নামের একটি চ্যানেল নজর কাড়ে তার। ৩ লাখ সাবস্ক্রাইবার দেখে আস্থা জন্মায় তার। চ্যানেলটিতে দেখানো হয় বিভিন্ন এলাকায় ঘুরে কম দামে ভালো জায়গা বিক্রির ভিডিও। এর মধ্যে ধানমন্ডি গুলশানের মতো ভিআইপি এলাকায় ২০/৩০ লাখ টাকার ফ্ল্যাটের ভিডিও আছে! স্বভাবতই লোভে পড়েন মতিউর।

ভিডিওতে থাকা নম্বরে যোগাযোগ করেন। চ্যানেলের মালিক জহুরুল ইসলামসহ আরও ৭/৮ জনের সঙ্গে পরিচয় হয়। তারাও অল্প দামে ভালো ফ্ল্যাটের সন্ধানে ছিলেন।

রাজধানীর উত্তরায় কাজ চলা এমন এক ফ্ল্যাটের একাধিক ভিভিও তাদের দেখানো হয়। পছন্দ হয় তাদের। তিন দিন পর কাগজপত্র তৈরি করার নাম করে বিকাশে তাদের সবার কাছে থেকে ২৫ হাজার করে টাকা নেন জহুরুল ও তার লোকজন। এরপর বুকিং, ভালো বেসিং, ভালো স্টাইলস দেওয়ার নাম করে বিকাশে আরও টাকা নেন জহুরুল।

এভাবে কেটে যায় ছয় মাস। ফ্ল‌্যাটের দেখা আর পাওয়া যায় না। হঠাৎ একদিন চ্যানেলটিও আর খুঁজে পাওয়া যায় না। মতিউর বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপর অভিযোগ করেন সিআইডিতে।

একই ধরনের ঘটনা ঘটে সরকারি ব্যাংকের চাকরিজীবী আকাশ খানের সঙ্গে। ‘শখের জায়গা-শখের বাড়ি’ নামের চ্যানেল থেকে নম্বর নিয়ে যোগাযোগ করেন আশিকুর রহমানের সঙ্গে। তাকে মিরপুর ও কেরানীগঞ্জের দুটি জায়গা দেখানো হয়। প্রাথমিক কথাবার্তার পর জমির কাগজপত্র ঠিক করার কথা বলে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয় প্রতারক। জায়গা পছন্দ হয়েছিল তাই টাকা দেন আকাশ। পরের ৬ মাস এমন আরও অনেক ভিডিও ওই চ্যানেলে আপলোড হয়। পরে ওই চ্যানেলটিও আর খুঁজে পাওয়া যায়নি।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারে এমন বেশ কয়েকজন ভুক্তভোগী যোগাযোগ করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে আমরা এই প্রতারক চক্রদের বিরুদ্ধে অভিযান চালাই। জহুরুল ও আকাশকে তাদের সহযোগীসহ গ্রেফতার করতে সক্ষম হই। 

সিআইডির সদর দফতর সূত্র বলছে, এ বছরের ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে ১৭ হাজার ৭০৩টি অভিযোগ এসেছে। বিকাশের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ এসেছে ১৮৫টি। এর মধ্যে ইউটিউবে ভিডিও দেখিয়ে প্রতারণার সংখ্যা এক তৃতীয়াংশ। 

অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, বেশি সাবস্ক্রাইব আছে এমন ইউটিউব চ্যানেল ক্ষেত্রবিশেষে ৫০ হাজার টাকা দিয়েও কিনে নেয় প্রতারকরা। পরে ওই চ্যানেলে তারা বিভিন্ন জায়গার ভিডিও করে বেড়ান। অস্বাভাবিক কম দামের ফ্ল্যাট দেখান। তিন লাখ মানুষ যদি চ্যানেল ফলো করে এর মধ্যে শ’খানেক সরলমনা মানুষ এমনিতেই পেয়ে যায় প্রতারকরা।

এরপর কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে জায়গা দেখানো বা কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে বারবার বিকাশের মাধ্যমে টাকা নেয়। কিন্তু কখনও সামনে আসে না। ফ্ল্যাট যারা কিনবেন, তারা ১০/২০ হাজার টাকা দিতেও সচরাচর আপত্তি করে না। এভাবে শত মানুষের কাছে থেকে লাখ টাকা হাতানো তাদের জন্য সহজ হয়ে যায়।

সিআইডির পরামর্শ

সিআইডির কর্মকর্তারা বলছেন, বিকাশের মাধ্যমে মানুষ নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। কাউকে বলা হচ্ছে ভুল করে টাকা চলে গেছে, কাউকে বলছে বিকাশের পিন কোড বদলাতে হবে। এবার ইউটিউবের ভিডিও দেখিয়েও প্রলোভনে ফেলে টাকা নিচ্ছে অনেকে। এসব ক্ষেত্রে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সিআইডির সঙ্গে যোগাযোগ করবেন।  সিআইডি আগে বিকাশের সঙ্গে কথা বলে একাউন্ট বন্ধ করে দেবে। পরে ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবে।

সিআইডি বলছে, এক্ষেত্রে নিজের লোভ সংবরণও জরুরি। অনলাইন প্ল‌্যাটফর্মে লেনদেনে জড়ানোর আগে প্রযুক্তি ভালো বোঝে এমন কারোর পরামর্শ নিলেও ভালো।

সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে সাইবার পুলিশ সেন্টারের ০১৩২০০১০১৪৮ নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকে। একজন এসআই পদমর্যাদার কর্মকর্তা এর দায়িত্ব পালন করেন। তাছাড়া Cyber Police Centre, CID Bangladesh নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজও আছে। সেখানেও অভিযোগের মেসেজ পাঠানো যাবে। 

/এফএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি