X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
জয়কে অপহরণ ষড়যন্ত্র

যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান: তদন্ত কর্মকর্তা হাসান আরাফাতের দাবি

আমানুর রহমান রনি
১৮ এপ্রিল ২০১৬, ২৩:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২৩:৩৫

জয়কে অপহরণের ষড়যন্ত্র প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারকৃত শফিক রেহমান যুক্তরাষ্ট্রে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে ওই বৈঠকে আলোচ্য বিষয় কী ছিল তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে জয় সম্পর্কে দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান বিভিন্ন তথ্য-উপাত্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল বলেও তথ্য পেয়েছে পুলিশ। এসব তথ্য এখন যাচাই-বাছাই করা হচ্ছে।
সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) ও মামলার তদন্ত কর্মকর্তা হাসান আরাফাত।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে একটি বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান। তবে ওই বৈঠকের আলোচ্য বিষয় তিনি এখনও জানাননি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
তদন্ত কর্মকর্তা বলেন, ‘এখনও এসব বিষয়ে বলার সময় হয়নি। যেহেতু তদন্ত চলছে, তাই আরও পরে জানা যাবে আসলে বৈঠকে কী আলোচনা হয়েছিল।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জয় সম্পর্কে তথ্য ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিষয়ে দলিল সংগ্রহের জন্য ঘুষের ঘটনায় একজন এফবিআই-এর সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিক তার বন্ধু জোহান্স থ্যালার-কে এবং জোহান্স থ্যালারের পরিচিত রিজভী আহমেদ সিজারকে গোপনীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দলিল এবং তথ্য সংগ্রহের বিনিময়ে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক সংগঠন জাসাস এর সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজার। পরবর্তীতে রিজভী আহমেদ এবং থ্যাল যথাক্রমে ৪২ মাস ও ৩০ মাসের সাজার দণ্ডপ্রাপ্ত হন। তাদের আরও দুই বছর নজরদারিতে রাখারও নির্দেশনা দেন আদালত। লাস্টিক অন্য ঘটনায় গ্রেফতার হয়ে আটক হয়েছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্ট এর প্রেস রিলিজে প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, গোপন তথ্য সংগ্রহের বিনিময়ে রিজভী আহমেদ সিজারের কাছ থেকে লাস্টিক ও থ্যালার কমপক্ষে ১ হাজার ইউএস ডলার গ্রহণ করেন। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ডিবি তদন্ত করছে। এই মামলায় গত ১৬ এপ্রিল সকালে শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমানকেও গ্রেফতার দেখানো হয়েছে। তাকেও রিমান্ড চেয়ে রবিবার আদালতে আবেদন করেছে পুলিশ। আগামী ২৫ এপ্রিল রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।

ডিবির অপর এক কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে আরও কয়েক ব্যক্তি ফোনে অংশ নিয়েছিল। তাদের বিষয়েও তথ্য নিচ্ছে পুলিশ।’

তদন্ত সংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও বলেন, ‘মাহমুদুর রহমান আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের মাধ্যমে জয় সম্পর্কে রিজভী আহমেদ সিজারের কাছে বিভিন্ন নথি পাঠিয়েছিল। পুলিশ ওইসব নথি পেয়েছে। ষড়যন্ত্রে তারও সম্পৃক্ততা ছিল বলেই এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

গোয়েন্দা সূত্রটি জানায়, ‘জয়কে অপরহরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের এস্টেট ডিপার্টমেন্টের তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিষয়ে প্রতিবেদন হয়েছে। ওই প্রতিবেদন তারা বাংলাদেশকেও দিয়েছে। সেখানে শফিক রেহমানের নাম রয়েছে। তার সংশ্লিষ্টতা স্পষ্ট। শফিক রেহমানের জড়িত থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের তদন্তেই আসছে। এছাড়া মাহমুদুর রহমানের সংশ্লিষ্টাও রয়েছে। তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য বিদেশে পাচার করেছেন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত নিয়ে তাদের দুজনকে মুখোমুখি করা হবে।’

মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও তদন্ত চলছে। এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা তথ্য পাচ্ছি। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।’

/এআরআর /এএইচ/

 

আরও খবর পড়ুন-

সজীব ওয়াজেদ জয় ও ইমরান এইচ সরকার ‘ষড়যন্ত্রে শফিক রেহমান জড়িত বলে কোনও প্রমাণ নেই’ (অডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে