X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষ হলো ওআইসি বাণিজ্য মেলা

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৭ মে ২০১৬, ২১:১৮আপডেট : ২৭ মে ২০১৬, ২১:২১

রি ওআইসির বাণিজ্যমেলায় বাংলাদেশ য়াদে অনুষ্ঠিত ১৫তম ওআইসি বাণিজ্য মেলা শেষ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) রাতে পাঁচদিনব্যাপী আয়োজিত এ মেলা শেষ হয়। মেলায় অংশগ্রহণকারী ৫৪টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান লাভ করে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো ওআইসির বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাংলাদেশের ট্রফি জয়ের মধ্য দিয়ে সৌদি আরবে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের আন্তর্জাতিক জনপ্রিয়তার দ্বার উন্মোচিত হয়েছে। এতে বাংলাদেশি পণ্যের ‘এক্সপোর্ট কোয়ালিটি’ ত্বরান্বিত করতে আমাদের ব্যবসায়ীরা আরও বেশি উৎসাহিত হবেন।
ওআইসি মেলার আয়োজকরা অংশগ্রহণকারী ৫৪টি দেশের মধ্যে পণ্যের মান, স্টল-আউটলুক, মার্চেন্ডাইজিং ইত্যাদি বেশ কিছু বিষয় নজর রাখেন। এতে প্রথম স্থান অধিকার করে সৌদি আরব, দ্বিতীয় মরক্কো ও তৃতীয় বাংলাদেশ। ওআইসির বাণিজ্য সংগঠনের কর্মকর্তা বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলরসহ অন্যান্য কর্মকর্তা এবং প্যাভেলিয়ন ডিরেক্টরের কাছে তৃতীয় স্থানের ট্রফি হস্তান্তর করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব জাবেদ আহমেদ বাংলাদেশি পণ্যের বিষয়ে সৌদির আগ্রহের প্রশংসা করে বলেন, এই ৫ দিনের অভিজ্ঞতা বিদেশে আমাদের বাণিজ্যকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এই সময়ে এ ধরনের সাফল্য আমাদের বৈদেশিক বাণিজ্যের পথ আরও সুগম করবে।

আন্তর্জাতিক জনশক্তি রপ্তানি সংগঠনসমূহের (বায়রা) প্রেসিডেন্ট মো. আবুল বাসার বলেন, বাংলাদেশ এখন গরিব কিংবা অর্থহীন মানুষের দেশ নয়। ২১ ও ৪১ সালের ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পৃথিবীর উন্নত দেশগুলো বাংলাদেশের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পণ্যবাজারের প্রতিযোগিতার ওপরও দৃষ্টি রাখছে।

উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ওআইসিভুক্ত দেশগুলোর ১৫তম বাণিজ্য মেলায় এটাই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। ৪৪৮ বর্গ মিটার জায়গা জুড়ে বিশাল প্যাভেলিয়নে বাংলাদেশের ৩৬টি স্টল অংশ নেয়। এটি উদ্বোধন করেন রিয়াদের গভর্নর যুবরাজ ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ। এরপর বাংলাদেশ প্যাভেলিয়নটি উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসিহ, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান বেগম মাহরুফাসহ   বাংলাদেশ থেকে সফররত কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও রিয়াদের প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়তে পারেন: জঙ্গিবাদবিরোধী প্রচারণা: অতিরিক্ত ১০ কোটি টাকা চায় ইসলামিক ফাউন্ডেশন

/এমও/এমএনএইচ/ 

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড