X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

তুর্কি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৬
image

তুর্কি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার তুরস্কের ইস্পার্টা শহরে অবস্থিত সুলেমান ডেমিরেল বিশ্ববিদ্যালয়ে গত সোমবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান ও প্রশাসন অনুষদের সহযোগিতায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ষ্টাডি সেন্টারে সেমিনারটির আয়োজন করেছিল আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষিত। সেমিনারে অংশ নেন তিন শতাধিক শিক্ষার্থী। রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী তার উপস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধ এবং তার প্রেক্ষাপট, দীর্ঘ পথ পরিক্রমায় অর্জিত অভিজ্ঞতা, বর্তমান সরকারের পরিচালনায় অর্জিত উন্নয়ন মাইলফলকসমূহ, ভারসাম্য ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি, গঠনমূলক পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক উন্নয়ন সংলাপে বাংলাদেশের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। 
বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ইতিবাচক মূল্যায়ন উপস্থাপন করেন। এছাড়া, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান গুরুত্ব এবং এ অঞ্চলে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রবাহ উঠে আসে তার আলোচনায়। সেমিনারের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। দর্শকদের জন্য প্রদর্শিত হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আর্থ-সামাজিক উন্নয়ন এবং ওষুধ শিল্পে অর্জিত অগ্রগতির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। সেমিনার শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. ইলকের হোসেঈন চারিকচিসহ ভাইস-রেক্টর ও শিক্ষকদের একাংশের সঙ্গে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুরস্কের প্রাক্তন রাষ্ট্রপতি সুলেমান ডেমিরেলের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের ছাত্র সংখ্যা প্রায় ৪৫ হাজার। এটি তুরস্কের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। তুর্কি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার

/এএমএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?