X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দেশের মানুষ অনাচারের জবাব দিতে শুরু করেছে : ড. মঈন খান

যশোর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ০৫:৩৫আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০৫:৩৫
image

দেশের মানুষ অনাচারের জবাব দিতে শুরু করেছে : ড. মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দেশের মানুষ এই সরকারের অত্যাচার অনাচারের বিরুদ্ধে জবাব দিতে শুরু করেছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বারের নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন তার উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার বিকেলে যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, দেশের এই পরিস্থিতি থেকে জাতি মুক্তি পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্রের পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অত্যাচার নিপীড়ন করে পৃথিবীর কোনও স্বৈরাচার শাসক যেমন টিকে থাকতে পারেনি, তেমনি এ সরকারও পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। অচিরেই অন্ধকার কেটে আলো উদ্ভাসিত হবে। আগামী নির্বাচনে বিএনপিই সরকার গঠন করবে।

ব্যারিস্টার মাহবুবুব উদ্দীন খোকন বলেন, গণতান্ত্রিক রায়ের মাধ্যমে দেশের আইনজীবীরা বিএনপিকে সুপ্রিম কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে। সুতরাং, সেদিন বেশি দেরি নেই যে গোটা জাতি ম্যান্ডেটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন।

তিনি যশোরে পুলিশের দমন নিপীড়নের তীব্র সমালোচনা করে বলেন, এভাবে গণগ্রেফতার আর নির্যাতন করলে বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। দরকার হলে এসব অনাচার-অবিচারের বিরুদ্ধে আইন আদালতের আশ্রয় নেয়া হবে।

সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দীন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন ও খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ