X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: সারাদেশে বিএনপির বিক্ষোভ পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২০:১৫আপডেট : ২৫ মে ২০১৭, ২০:২০

রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ঘোষিত জনসভার অনুমতি না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ সভা করেছে বিএনপি। ঢাকা মহানগরের প্রতিটি থানাতেও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী দাবি করেন, প্রতিবাদ সভায় ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলা করা হয়েছে, কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

রিজভী জানান, বিক্ষোভকালে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মদ রবিন, মতিঝিল থানা বিএনপি নেতা স্বপন, শ্যামপুর থানা বিএনপি নেতা শওকত আলী এবং মিন্টু, শাহবাগ থানা বিএনপি নেতা ইব্রাহিম, বাবু, রবিউল ও লাকী।

তিনি আরও জানান, কামরাঙ্গীরচর থানা শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন বিশ্বাস ও আলমগীর হোসেন রাজু, ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু ও আরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলার খোকসা ওয়ার্ড বিএনপি সভাপতি ইয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ছাত্রদল নেতা মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শামসুল হুদার বাড়ির সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। নেতাকর্মীরা শামসুল হুদার বাড়ির ভেতর প্রবেশ করলে পুলিশ বাড়িটি ঘিরে রেখে নেতাকর্মীদেরকে অবরুদ্ধ করে।

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং জেলা যুবদল ও ছাত্রদল নেতাদের বাসায় পুলিশ ব্যাপক তল্লাশী চালিয়েছে বলে জানান রিজভী।

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার নিজেদের পতন ঠেকাতে পুলিশ ও দলীয় গুণ্ডাদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা চালাচ্ছে। ন্যাক্কারজনক ও পৈশাচিক কায়দায় বাধা দিয়ে কর্মসূচি পণ্ড করছে। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বলেই তারা বিএনপি’র কোনও সভা-সমাবেশের কথা শুনলেই আঁতকে ওঠে।’

রিজভী আরও বলেন, ‘সরকার প্রধান শেখ হাসিনা দেশকে সর্বনাশের ধাক্কায় খাদের কিনারে নিয়ে এসেছেন। সর্বশক্তি নিয়োগ করেই বিরোধীদলহীন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে। আওয়ামী লীগ বরাবরই ক্ষমতাসীন হওয়ার পরেই জনগণের অমোঘ শক্তির বিষয়ে ভুলে যায়। এই কারণেই গণবিরোধী আচরণ করতে দ্বিধা করে না। বর্তমান আওয়ামী সরকার গণতন্ত্রকে যে অপহরণ করেছে এই গভীর সত্যকে লুকোনোর জন্যই মানুষকে আওয়াজ করতে বাধা সৃষ্টি করছে। সেজন্যই বিএনপিসহ বিরোধী দলের প্রতিবাদী শ্লোগানকে প্রতিহত করার জন্য পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে।’

/এসটিএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে