X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ২১:৪৭আপডেট : ০৭ জুন ২০১৭, ২২:৩৯

ঢাবিতে ওবায়দুল কাদের আগামী নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সামনের নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে কিনা জানি না, তবে তাদের পরাজয় নিশ্চিত। আমাদের হ্যাটট্রিক বিজয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।’
বুধবার (৭ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ছয় দফা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, ‘সেই দিন আর ফিরে আসবে না। খালেদা জিয়া ২০০৮ সালের বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আজকে বিএনপি মহাসচিব ওই বক্তব্যের পুনরাবৃত্তি করছেন। তারা (বিএনপি) পুরনো সুরে ডাকছে, পেছনের ডাক পেছনে। সামনে আর সেই দিন আসবে না মির্জা ফখরুল সাহেব।’

২০০১ সালে বিএনপি যা পেরেছে তা ২০১৮ সালে আর পারবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মনে করছে ২০০১ সালে যা হয়েছে আবার ২০১৮ সালে তা হবে। বিএনপি যদি এই মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তখন বিএনপি সাইকেল ফেডারেশন, দাবা ফেডারেশন পর‌্যন্ত বন্ধ করে দিয়েছিল। আর সেটা সম্ভব না।’

মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী না, তারা ছয় দফ দিবস পালন করে না, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের অন্যতম দিন ছিল ছয় দফা। আওয়ামী লীগ ছাড়া এ দিবস আর কেউ পালন করে না। এই ছয় দফা দিবসটি যারা পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না।’

আলোচনা সভায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এনামুল হক শামীম,  ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

পিএইচসি/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী