X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নগর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি যুবলীগ চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ০১:০৮আপডেট : ২৪ জুন ২০১৭, ০১:০৮

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক রাজধানীতে মশা নিধন এবং চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তা না হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সবচেয়ে স্বর্ণসময় পার করছে। জনগণের ক্ষমতায়নই আওয়ামী লীগের প্রধান চালিকাশক্তি।’

সাম্প্রতিককালে চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বৃদ্ধির প্রসঙ্গ তুলে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘ঢাকার বিভিন্ন এলাকায় সম্প্রতি চিকুনগুনিয়া রোগ বৃদ্ধি পেয়েছে। জীবাণুবাহী মশার মাধ্যমে এ রোগের বিস্তার ঘটছে। সঠিকভাবে মশা নিধন করতে না পারায় এ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। মশা দমনের ব্যর্থতার দায়ভার ঢাকার দুই মেয়র এড়িয়ে যেতে পারেন না। তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে যুবলীগ সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি পালনে বাধ্য হবে।’

যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘বাঙালি ধর্মপ্রাণ জাতি। কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলা ঠিক না। ইফতার মাহফিলের নামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র রমজানে নোংরা রাজনীতি করছেন।’

অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা সংগঠনের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্যালুট দিয়ে ও হাত তুলে উল্লাস প্রকাশ করেন। দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা ইসমাইল চৌধুরী সম্রাটের দেওয়া নতুন পাঞ্জাবি পরে গতকালের অনুষ্ঠানে অংশ নেন। ঈদ উপলক্ষে নগর দক্ষিণ যুবলীগের থানা-ওয়ার্ডসহ সর্বস্তরের নেতাকর্মীদের তাদের পছন্দ অনুযায়ী এসব পাঞ্জাবি উপহার দেওয়া হয়। গতকাল আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আনন্দ যেন আরও জম্পেশ হয়ে ওঠে। তৃণমূলের একাধিক নেতাকর্মী শীর্ষ নেতার কাছ থেকে ঈদ উপহার পেয়ে বলেন, অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন সময় অনেক কিছুই পেয়েছি। তবে ঈদ উপলক্ষে শীর্ষনেতার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে উপহার পাওয়ার নজির এবারই প্রথম। এমনিতে একটা পাঞ্জাবি হয়তো বিরাট মূল্যবান কিছু নয়, কিন্তু নেতার দেওয়া পাঞ্জাবি তো অমূল্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কাজী আনিসুর রহমান, মাঈন উদ্দিন রানা, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, নাজমুল হাসান টুটুল, মোরসালিন আহম্মেদ, খোরশেদ আলম প্রমুখ।

/পিএইচসি/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ