X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চোখের অস্ত্রোপচার শেষে হাঁটুর চিকিৎসা চলছে খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৩:০১

খালেদা জিয়া (ফাইল ছবি)

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখের চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও তার হাঁটুর চিকিৎসা এখনও শেষ হয়নি। ফলে কবে নাগাদ দেশে ফিরবেন, এ নিয়ে এখনও কিছু জানাননি তিনি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘চেয়ারপারসনের চোখের অপারেশন সফল হয়েছে। তার হাঁটুর চিকিৎসা এখনও চলছে। তিনি এখনও ভালো করে হাঁটতে পারছেন না। চিকিৎসা শেষ হলেই তার দেশে ফেরা হবে।’

কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রতিবেদককে বলেছিলেন, ‘সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন।’

এ ব্যাপারে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘অপারেশনের পর ম্যাডামের চোখের অবস্থা স্থিতিশীল। তবে তার হাঁটুর চিকিৎসা চলছে।’

বাংলা ট্রিবিউনের লন্ডন প্রতিনিধি মুনজের আহমেদ চৌধুরী জানিয়েছিলেন, ৮ আগস্ট বিকালে লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখের সফল অস্ত্রোপচার হয়। তার চিকিৎসা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান। আর পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও শর্মিলা রহমানও সাবেক এই প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিক দেখভাল করছেন।

এদিকে, ১৬ জুলাই লন্ডন গেলেও দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন খালেদা জিয়া। ১ সেপ্টেম্বর ঈদুল ফিতরের দিন দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের দিন ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। আরও অনেককেই তিনি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।’ তবে রাজনৈতিক কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেন মোশাররফ হোসেন।

আগামী ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার লন্ডন সফরের দুই মাস পূর্ণ হবে। তার লন্ডন সফরে যাওয়ার আগে থেকেই দলের অভ্যন্তরে আলোচনা ছিল, ঈদের পরই দেশে ফিরবেন দলের চেয়ারপারসন। এরই মধ্যে গণমাধ্যমে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নানা সময়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ১৭ জুলাই মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘দেখেন উনি (খালেদা জিয়া) ফিরে আসেন কিনা?’ যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দায়িত্বশীলদের এসব মন্তব্যের সমালোচনা করেছেন।

এ বিষয়ে মির্জা ফখরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা শেষ হলেই দেশে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। গণতন্ত্র ফেরানোর যে সংগ্রাম চলছে, তিনি দেশে ফিরে এসে এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন।’ আওয়ামী লীগের নেতারা হীনমন্যতার শিকার হয়ে নানা কথা বলছেন বলেও দাবি করেন এই নেতা।

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?