X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খালেদার সঙ্গে সুষমার বৈঠককে গুরুত্ব দিচ্ছে না আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
২২ অক্টোবর ২০১৭, ২৩:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০০:০৪

হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠককে তেমন আমলে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, এই বৈঠক নির্দেশিত এবং পূর্ব নির্ধারিত। এই বৈঠকের মধ্য দিয়ে বিএনপির ভারতবিরোধী প্রচারণা বন্ধ হবে বলে মনে করেন তারা। দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন, বিএনপির ভারতবিরোধী প্রচারণার বলি হতে চায় না আওয়ামী লীগ। তাই এই বৈঠক হোক তা চেয়েছেন তারা এবং এখানে তাদের স্বার্থও রয়েছে। 

সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন,সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে আসবেন এবং খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন এ ধরনের সিদ্ধান্ত নিউইয়র্ক বসে হয়েছে। এটা আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানতেন। বিএনপির জন্যে বৈঠক হওয়াটা আনন্দের ও নতুন হতে পারে, আমাদের জন্যে নয়। তিনি বলেন, নিউইয়র্কে সুষমার সঙ্গে বৈঠকের দিনক্ষণ নির্ধারণ হওয়ার পরই খালেদা জিয়া দেশে ফিরেছেন। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য  নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, খালেদা জিয়ার সঙ্গে সুষমার বৈঠক সম্পর্কে আগে থেকেই আওয়ামী লীগে অবহিত ছিল। তিনি বলেন, খালেদা সুষমার বৈঠকে মূলত আওয়ামী লীগেরই লাভ বেশি।

সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সুষমা বিএনপিকে এই বার্তা দিয়ে গেছেন তারা যাতে নির্বাচনমুখী থাকে। আগামী নির্বাচনকে ঘিরে দলটি যাতে নাশকতামুখী না হয় সেই বার্তাও দেবেন বৈঠকে এমনটাও পূর্ব অনুমিত ছিল। তিনি বলেন, নাশকতার ফলাফল কী তাও স্মরণ করিয়ে দিয়েছেন সুষমা।

সম্পাদকমণ্ডলীর আরেক নেতা বলেন, সুষমা স্বরাজ আওয়ামী লীগের এক ধরনের ‘পরিবারের লোক’ হিসেবে পরিচিত। মোদি সরকারের এই মন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আওয়ামী লীগের রয়েছে। ফলে খালেদার সঙ্গে সুষমার বৈঠককে কোনভাবেই ভিন্ন দৃষ্টিতে দেখতে চায় না আওয়ামী লীগ। 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক। ছবি: ফোকাস বাংলা  

এই বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, বৈঠক নিয়ে আমাদের ভেতরে কোনোরকম দুশ্চিন্তা নেই। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক ভারতের কূটনীতিক ব্যাপার। 

সভাপতিমণ্ডলীর অপর সদস‍্য ফারুক খান বলেন, খালেদা ও সুষমার বৈঠক নিয়ে আমাদের কৌতুহল নাই। রাজনীতিতে এর কোনও প্রভাব পড়বে বলেও মনে হয় না। তিনি বলেন, উভয়ের এই বৈঠকে একমাত্র রোহিঙ্গা ইস্যু ছাড়া অন‍্য ইস্যু নিয়ে কথা বলেও লাভ নাই। কারণ, নির্বাচন ও অন্যান্য ইস্যুগুলো আমাদের অভ‍্যন্তরীণ। এসব ব‍্যাপারে ভারত কথা বলবে না।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আওয়ামী লীগ এখন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে কী হলো না হলো, কয় কাপ চা খেলো না খেলো এগুলা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চায় না।’ তিনি বলেন, আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে ভাবছে।

আরও পড়ুন-

খালেদা-সুষমা বৈঠক: বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা ভারতের

এই মেয়াদেই তিস্তা চুক্তির কথা মনে করিয়ে দেওয়া হলো সুষমাকে

মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রয়েছে: সুষমাকে প্রধানমন্ত্রী

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই