X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আশা করি সমাবেশের অনুমতি পাবো: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৩:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৩:৫১

 

মির্জা ফখরুল (ফাইল ফটো) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিকে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের অনুমতি তিনি বলেন, ‘আমরা লিখিত বা মৌখিকভাবে এখনও কোনও অনুমতি পায়নি। তবে আশা করছি অনুমতি পাবো।’

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে সমাবেশ সফল করতে ঢাকার আশপাশের জেলাগুলো ও দলের সহযোগী অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে এক যৌথসভা করেন ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। সভায় শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সমাবেশ কিভাবে সফল করা যায় তা আলোচনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো সরকার এ সমাবেশে সর্বাত্মক সহায়তা করবে। কারণ সরকারি দলের নেতারা বলে থাকেন, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সর্মসূচিতে তারা বাধা দেন না। গতকালও আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দেয় না। আশা করি সরকার বিএনপির সমাবেশে সহায়তা করে আমাদের এ কর্মসূচিতে সহায়তা করে বক্তব্যের সত্যতা প্রমাণ করবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, খায়রুল কবীর খোকন প্রমুখ।

আরও পড়ুন:
বিশ্বজিৎ হত্যা মামলার আসামি আল আমিন ভারতে!

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?