X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএনপি নালিশ করতে ভারত গিয়েছিল: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৩ জুন ২০১৮, ১৭:২২





গাবতলীতে ঈদযাত্রা পরিদর্শনে ওবায়দুল কাদের

দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে নালিশ করতে বিএনপি ভারত গিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সম্প্রতি তিস্তা ও রোহিঙ্গা সংকটসহ জাতীয় সমস্যা নিয়ে কথা বলার জন্য আমরা ভারত গিয়েছিলাম। এরপরই বিএনপি নির্বাচন ও রাজনীতি নিয়ে নালিশ করতে ভারত গিয়েছিল। তারা জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেছে এমন কোনও খবর আমরা পত্রিকায় দেখেনি। দলটি দেশে এবং দেশের বাইরে সব জায়গায় শুধু নালিশ করে বেড়াচ্ছে।’
বুধবার (১৩ জুন) গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের অভিযোগ করেন, ‘বিএনপি নালিশ করতে করতে দূতাবাসগুলোকে তটস্থ করে ফেলেছে । এটা কোনও রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। তাছাড়া, আমাদের দেশের রাজনীতিতে কোনও বিদেশি শক্তির হস্তক্ষেপ করার সুযোগ নেই।’
ভারত শুধুই আওয়ামী লীগের বন্ধু, বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভারত যদি কেবল আমাদেরই বন্ধু হয়ে থাকে তাহলে কেন আমরা ২০০১ সালের নির্বাচনে হেরেছি? কেন ২১ বছর ক্ষমতায় আসতে পারিনি?’

নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পরে জোটগুলোর সঙ্গে বসে কে, কোথায় প্রার্থী দেবে তা ঠিক করা হবে। উইনেবল প্রার্থী ছাড়া আমরা কাউকে মনোনয়ন দেবো না। আমাদের কৌশলগত কিছু বিষয় আছে, তাই এ বিষয়ে কোনও বিভ্রান্তি ছড়াবেন না।’
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হচ্ছে দেশের সবচেয়ে ভালো হাসপাতাল। এর চেয়ে ভালো চিকিৎসা আর কোথায় আছে? খালেদা জিয়া একটা বড় দলের চেয়ারপারসন। সাবেক প্রধানমন্ত্রী। যদি তিনি চিকিৎসা চান, তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো সিএমএইচ’র বিষয়টা প্রত্যাখ্যান করা উচিত হবে না। আর যদি রাজনীতি করেন তাহলে ভিন্ন কথা।’
প্রসঙ্গত, দুর্নীতির দায়ে কারাবন্দি বেগম খালেদা জিয়া সম্প্রতি কারাগারে ‘মাইল্ড স্ট্রোক’ করেন বলে দাবি করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বিএনপির দাবি ছিল তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারের মতে কারাবন্দি বিধায় খালেদা জিয়াকে সরকারি হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। সরকার বিএসএমএমইউ’র কথা বললে তিনি (খালেদা) অসম্মতি জানান। পরে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী তার চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়ার কথা বলেন।

/ইএইচএস/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা