X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে স্থানীয় নেতাদের আরও সিরিয়াস হওয়ার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ১৬:২৯আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:৫০





গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ

গাজীপুর সিটিতে ভোটের মাঠের পরিস্থিতি জানতে স্থানীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাদের তারা বলেছেন, নির্বাচন নিয়ে সবাইকে আরও সিরিয়াস হতে হবে।
সোমবার (১৮ জুন) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপর সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠক থেকে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।
প্রথমে আজমত উল্যাহ খানের সঙ্গে কথা বলে ভোটের মাঠের পরিস্থিতি ও প্রচারণার খোঁজ-খবর নেন ওবায়দুল কাদের। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আখতারুজ্জামান ও ইকবাল হোসেন সবুজের সঙ্গে কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সবাইকে বলেন, সব ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নেমে পড়তে হবে। কারণ, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জিততেই হবে।
স্থানীয় নেতারা ওবায়দুল কাদেরকে জানান, ভোটের মাঠে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। ভোটের মাঠ তাদের পক্ষে আছে। তারাই জিতবেন।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বৈঠকে গাজীপুরে কেন্দ্রীয় নেতারা কীভাবে প্রচারণায় অংশ নেবেন এবং কীভাবে নির্বাচন মনিটরিং করবেন তা ঠিক করা হয়েছে। সোমবার বিকালে গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বাসায় কেন্দ্রীয় নেতারা আরেক দফা বৈঠক করে চূড়ান্ত করবেন কর্মপরিকল্পনা।
বৈঠক থেকে আগামীকাল মঙ্গলবার (১৯ জুন) সকালে দলের সম্পাদকমণ্ডলীর সভা আহ্বান করা হয়েছে। সেখানে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৭ জুলাই শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে আলোচনা করা হবে।

/পিএইচসি/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা