X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘জাহাঙ্গীরের কি এতই অভাব যে পুলিশের গাড়িতে চড়তে হবে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৯:১৫আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:০৩

জাহাঙ্গীর আলম (ফাইল ছবি)

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পুলিশের গাড়িতে চড়ার কথা ডাহা মিথ্যা। তার কি নিজের গাড়ির অভাব রয়েছে যে তাকে পুলিশের গাড়িতে চড়তে হবে। তিনি কি এতই দায়িত্বজ্ঞানহীন যে পুলিশের গাড়িতে চড়তে হবে?’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পুলিশের গাড়ি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সোমবার (২৫ জুন) সাংবাদিকদের এসব কথা বলেন এইচ টি ইমাম। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

গাজীপুর সিটি নির্বাচনে সুন্দর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘ভোট নিয়ে শঙ্কার কোনও কারণ নেই। কোনও বিশৃঙ্খলা বা সহিংস ঘটনাও ঘটেনি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনও সন্তুষ্ট।’

গাজীপুরে নির্দিষ্ট সময়ের পরও বহিরাগত আওয়ামী লীগ নেতার নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘বিষয়টি তিনি জানতেন না। তিনি না জেনে গিয়েছিলেন। তাই সঙ্গে সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে ফিরে এসেছেন। নির্বাচন কমিশনের কাছেও দুঃখ প্রকাশ করেছেন। সিইসি বলেছেন, আমারা এ রকম রাজনৈতিক দল চাই।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের দলের বর্ধিত সভায় নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা শুনে নির্বাচন কমিশন উৎসাহিত হয়েছে। পৃথিবীতে কোনও ক্ষমতাসীন নেতা এরকম কথা বলেছেন বলে শোনা যায়নি। আমরাও এ বার্তা গাজীপুরে পৌঁছে দিয়েছি। অন্যান্য নির্বাচনেও এ বার্তা পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা করছে।’

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন উর রশীদকে বিএনপি প্রার্থীর প্রত্যাহার চাওয়া প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘তারা শেষ পর্যায়ে এসে প্রত্যাহারের কথা বলছেন। গাজীপুরের এসপিকে প্রত্যাহারের বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনও অভিযোগ দেখাতে পারেননি। কী জন্য তারা প্রত্যাহার চান, তা সুনির্দিষ্টভাবে বলা হোক। তাছাড়া, সিইসি আইনশৃঙ্খলা বাহিনীকে যে কড়া নির্দেশনা দিয়েছেন, তাতে সবাই ভয়ে আছে।’

/জেইউ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে