X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তিন সিটিতে নৌকার প্রার্থীকে জেতাতে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৪:১৬আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:৩৩


সংবাদ সম্মেলন করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে গত ২-৩ দিনে জনসমর্থনহীন নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা খুলনা-গাজীপুরের সন্ত্রাসের আবহে নতুন মডেলের ভোট জালিয়াতির আসল রূপে আত্মপ্রকাশ করেছে। বিএনপি নেতাকর্মীদের রাত-দিন গণগ্রেফতার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২২ জুলাই) ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মতিউর রহমান মন্টুকে গতকাল রাজশাহীস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করছে না পুলিশ। এছাড়া রাজশাহীতে ধানের শীষের প্রার্থীর যাদেরকে এজেন্ট মনোনীত করা হয়েছে, তাদের কারও নামেই মামলা নেই। অথচ গোয়েন্দা পুলিশ এজেন্টদের নির্বিচারে আটক করে ১৫-২০ ঘণ্টা পর মিথ্যা ও বানোয়াট মামলায় অভিযুক্ত করে গ্রেফতার দেখাচ্ছে। পুলিশি এই অনাচার এখন ভয়াবহ রূপ নিয়েছে যাতে নৌকা মার্কায় সন্ত্রাসীরা অবাধে সিল মারতে পারে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, রাজশাহী সিটি করপোরেশনে কর্মকর্তা এবং অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত (মাস্টাররোল) কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে নৌকার পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করা হচ্ছে।
তিন সিটিতে খুলনা ও গাজীপুরের মতোই ভীতিকর অবস্থা তৈরি হয়েছে বলে ভাষ্য রিজভীর। তিনি বলেন, নির্বাচনি এলাকাগুলোতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার, নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা, ধানের শীষের সমর্থক ও এজেন্টদের সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যাচ্ছে এবং তা অস্বীকার করা হচ্ছে।
তিনি দাবি করেন, সিলেটে দলীয় দুই কর্মীকে পুলিশ রাতে উঠিয়ে নেওয়ার পর সকালে অস্বীকার করলে মেয়র প্রার্থী আরিফুল হক নির্বাচনি প্রচারণা বাদ দিয়ে নেতাকর্মীদের বাঁচাতে পুলিশ কমিশনারের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বরিশালেও বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর এবং গ্রেফতারের হিড়িক চলছে। বরিশাল জামায়াতের মহানগর সেক্রেটারি জহিরুদ্দিন মো. বাবরসহ বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির এই নেতা বলেন, সরকার দলীয় প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও এখনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনাররা সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, কিন্তু খুলনা-গাজীপুরসহ চলমান সিটি নির্বাচনগুলোতে অনিয়ম ও অনাচারে সমগ্র নির্বাচনি ব্যবস্থা তছনছ হওয়ার পরেও তাদের নীরব দর্শকের ভূমিকা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। শুধু নীরব নয়; বরং সরকারের অনুষঙ্গ হিসেবেও কাজ করছে তারা। ভোট সন্ত্রাসকে মহিমান্বিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও কমিশনের বক্তব্য অভিন্ন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল খালেদা জিয়ার আইনজীবী ও পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার জ্বর, শরীরের প্রচণ্ড ব্যথা কোনোভাবেই কমছে না। তিনি আগে দর্শনার্থীদের সঙ্গে নিচে নেমে কথা বলতেন। কিন্তু এখন গুরুতর অসুস্থতার কারণে দোতলা থেকে নিচে নামতেই পারছেন না। কারাগারে অবর্ণনীয় কষ্টে রাখার কারণে তার অসুস্থতা দিনকে দিন বাড়ছে। অবিলম্বে তাকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি আবারও।

/এএইচআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ