X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জামায়াতকে আর চায় না সিলেট বিএনপি!

সালমান তারেক শাকিল
০১ আগস্ট ২০১৮, ০৩:২৯আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৬:৩৭





জামায়াতে ইসলামী ও বিএনপি

‘সরকার দলীয় নেতাকর্মীরা অনেকটা চর দখলের মতো ভোটের কেন্দ্র দখল করেছে’— সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের এমন অভিযোগের মধ্যেই বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। এই নির্বাচনের আগে জামায়াতের নেতাদের জোর দাবি ছিল, সিলেটে দলটির অবস্থান ভালো। যদিও ফলে দেখা গেছে, দলটির প্রার্থী টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১০ হাজার ৯৫৪টি। বাজেয়াপ্ত হয়েছে জামানত। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, যে জামায়াত সংকটের সময় পাশে থাকেনি, সে জামায়াতকে আর রাখার কোনও সুযোগ বা কারণ—কোনোটাই নেই। যদিও এ সিদ্ধান্ত আটকে আছে কারাবন্দি খালেদা জিয়ার কারণে।


নির্বাচনের পর জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের এই হারে তারা ষড়যন্ত্র দেখছেন। তারা মনে করছেন, নির্বাচনে সরকারের নতুন কৌশল কাজে লেগেছে। ফলে নিজেদের নির্দিষ্ট ভোটগুলোও পায়নি দলীয় প্রার্থী।
জামায়াতের নীতিনির্ধারকরা বলছেন, তারা সিলেটে ভোটের বিষয়ে জরুরি বৈঠকে বসে পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সিলেটে দলীয় প্রার্থী কথা বলবেন।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটের সংখ্যা দেখে আমরা তো স্তম্ভিত। এখন বসে পর্যালোচনা করে, তথ্য-উপাত্ত নিয়ে বসবো। ভোটে তো আমাদের নিজস্ব জনশক্তির ভোটই আসেনি। এই ভোটগুলো কোথায় গেলো?’
তিনি অভিযোগ করে বলেন, ‘এটা অঘটনের পরিণতি। এই ভোট ন্যাচারাল নয়, এখানে বড় ধরনের গভীর ষড়যন্ত্র আছে। এটা বিস্তারিত বলবো আমাদের দলীয় সিদ্ধান্তের পর।’
মিয়া গোলাম পরওয়ার তার দলের ভোট বা জনশক্তির বিষয়ে প্রশ্ন তুললেও সিলেট জামায়াতের এক কর্মীর ভাষ্য, ‘জাতীয় নির্বাচনের আগে জামায়াত অবশ্যই ভুল করেছে। কারণ, জনশক্তি যারা আছে, তাদের বেশিরভাগ শিক্ষার্থী, বিভিন্ন জায়গার এই শিক্ষার্থীদের বেশিরভাগই তো বাইরের ভোটার। এটা জামায়াতের অনেক বড় ভুল। এই ভুলের খেসারত আগামী দিনে দিতে হবে।’ তিনি বলেন, ‘আর মিটিং-মিছিলে যারা উপস্থিতি ছিল, তারাও তো শহরের বাইরের।’
এদিকে, বিএনপির হাইকমান্ডও বিষয়টি নিয়ে চিন্তিত। জামায়াতকে নিয়ে তৃণমূল থেকে শুরু করে দলের নীতিনির্ধারক—সর্বস্তরেই নেতিবাচক মনোভাব রয়েছে। এই পটভূমিতে সিলেটের নির্বাচনে পৃথকভাবে নির্বাচন করা এবং জামানত বাজেয়াপ্ত হওয়ায় বিষয়টি সেই নেতিবাচক মনোভাবকে আরও তীব্র করেছে।
বিএনপি জোটের সমন্বয়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট কেবল শেষ হলো। আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবো, এ বিষয়ে ঠিক কী করা যায়।’

দলীয় হাইকমান্ড কৌশলী হলেও সিলেট বিএনপি এখন জামায়াতকে আর ২০ দলীয় জোটে চায় না। তারা বলছেন, শুধুমাত্র নগর নয়, ইউনিয়ন পর্যায়েও জামায়াত বিগত কয়েক বছরে বিএনপিকে বিরক্ত করেছে। যদিও ভোটের আগেই জামায়াত প্রার্থীর বিষয়ে বিএনপির সিলেট জেলা সভাপতি আবদুল কাহের শামীম বলেছিলেন, ‘তারা যদি চায় ওপেন করবে, করে দেখুক। তাদের অবস্থান যাচাই হবে।’
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে আবদুল কাহের শামীম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াতকে তো দরকার নেই। আমরা সবাই মিলে হাইকমান্ডকে আগেই জানিয়েছি। এখন তো ঢাকার সিদ্ধান্ত হওয়ার দরকার। জামায়াত তো আমাদের ওপর বোঝা। এটা তো বুঝতে হবে।’
সিলেট জেলার এই সভাপতি বলেন, ‘সিলেটে কোনও অবস্থাতেই সমঝোতা হবে না। তারা প্রত্যেকটা জায়গায়, ইউনিয়ন লেভেলে, পৌরসভা, উপজেলা পর্যায়ে নানা সমস্যা করেছে। বরং জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট কাজ করেছে নির্বাচনের জন্য।’
জামায়াতের বিষয়ে সিলেট মহানগরের এক শীর্ষনেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো হাইকমান্ডকে জানিয়েছি, কিন্তু কেন্দ্রও একমত। সমস্যা হচ্ছে ম্যাডাম (খালেদা জিয়া) রাজি নন। এখন তার ওপরই নির্ভর করছে।’
২০ দলীয় জোটের একটি সূত্র বলছে, সিলেটে জামায়াতের ভোট করা, বরিশাল ও রাজশাহীতে কাজ না করার অভিযোগ, পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদগুলোর বিষয়ে জোটের বৈঠকে আলোচনা হবে।

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা