X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা আগেই জানতেন খালেদা: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ২০:০১আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:১৬

দীপু মনি (ছবি– ইন্টারনেট থেকে সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট হামলার পুরো ঘটনাটি আগে থেকেই জানতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা জবানবন্দিতে খালেদা জিয়ার জানার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। এই ঘৃণ্যতম ঘটনার তদন্ত করতে দেননি খালেদা জিয়া। এমনকি, যারা সরাসরি হামলা করেছিলো তাদের নিরাপদে পালিয়ে যাওয়ার পরিবেশও তিনি করে দিয়েছেন। সুতরাং তাকে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিপু মনি বলেন, ‘তখন খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না; স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব ছিলো তা তিনি পালন করেননি। তিনি তার উল্টোটা করেছিলেন। মামলা তো করতে দেননি; মামলার সব আলামত নষ্ট করে দিয়েছিলেন। হামলার পর আহতদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই হামলার লক্ষ্য ছিল– তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চিরতরে শেষ করে দেওয়া। আর এর মূল পরিকল্পনাটি করেছিলেন তারেক রহমান। তাই আমরা তার ফাঁসির দাবি জানাই।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

 

/এমএইচবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?