X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বি চৌধুরীর বাসায় ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ২২:১৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২২:৩৫

বি চৌধুরী ও ডা.জাফরুল্লাহ

বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কে এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (১৫ অক্টোবর) রাত পৌনে দশটার দিকে বি.চৌধুরীর বারিধারার বাসায় যান তিনি।

বি চৌধুরীর সচিব জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বি চৌধুরীর বাসায় এসেছেন। তবে কী কারণে এসেছেন তা আমি জানি না।

প্রসঙ্গত ড. কামাল হোসেনের আহ্বানে ঐক্য প্রক্রিয়া গড়ার শুরু থেকে বিকল্পধারা থাকলেও এই জোটে বিএনপির অংশগ্রহণ নিয়ে অপর দলগুলোর সঙ্গে সংগঠনটির নেতাদের টানাপড়েন সৃষ্টি হয়। এই জোটে বিএনপি এলে তাদের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক ছেদ করে আসতে হবে এবং নির্বাচনের আগেই আসন বণ্টন এবং সরকার গঠন করতে পারলে কার কী অংশগ্রহণ থাকবে তা পরিষ্কার করার দাবি জানিয়েছিল বিকল্পধারা। বিকল্পধারা স্পষ্টভাবে জানিয়েছিল, বিএনপি ও তার জোটকে জেতাতে ঐক্যপ্রক্রিয়ায় যক্তি হবে না বিকল্পধারা। দলটির জামায়াতবিরোধী এই অবস্থানের কারণে বিব্রত হয় বিএনপি এবং ঐক্য প্রক্রিয়ার নেতারা। এরপর গত ১৩ অক্টোবর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকল্পধারার সভাপতি বি চৌধুরী গণফোরাম সভাপতি ও ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে তার বেইলি রোডের বাসায় এসে দেখা না পেয়ে ফিরে যান। একইসময়ে মতিঝিলের অফিসে বসে বিএনপিসহ জেএসডি, নাগরিক ঐক্যের নেতাদের নিয়ে বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি ও লক্ষ্য চূড়ান্ত করেন ড. কামাল হোসেন। সেদিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বিকল্পধারাকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।  এই ঐক্যফ্রন্ট গঠনের নেপথ্য উদ্যোক্তা হিসেবে সেদিন ডা. জাফরুল্লাহ চৌধুরী সক্রিয় ভূমিকা পালন করেন। তবে এর আগে বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের কর্মসূচিতেও ডা. জাফরউল্লাহ চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ