X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৪:০৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৫:০৭

সাংবাদিকদের ব্রিফ করছেন মাহবুব-উল আলম হানিফ নির্বাচন কমিশনের যেকোনও যৌক্তিক সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থন থাকবে উল্লেখ করে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা আশা করি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ঐক্যফ্রন্ট বা বিএনপির আর কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে না।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘ঐক্যফ্রন্টসহ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের আমরা অভিনন্দন জানাই। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাধুবাদ জানিয়েছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।’

নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে হানিফ আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে কারও কোনও সংশয় রাখার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন তা করবে। আমরা আশা করি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ঐক্যফ্রন্ট বা বিএনপির আর কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে না।’

হানিফ বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) সংবিধানের মধ্যে থেকে তফসিল পেছানোসহ যেকোনও সিদ্ধান্তে আমাদের আপত্তি থাকবে না। আমরা জাতীয় সংবাদ নির্বাচন জোটগতভাবে করবো, এটা সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টি মহাজোটের অংশ হলেও তারা তাদের প্রতীকে নির্বাচন করবে। আওয়ামী লীগের জোটের সঙ্গে যারা আছে, তারাই শুধু আমাদের প্রতীক ব্যবহার করতে পারবে।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ