X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে যাওয়া নির্ভর করছে সরকার-ইসির আচরণের ওপর: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:১৬





নির্বাচনে যাওয়া নির্ভর করছে সরকার-ইসির আচরণের ওপর: মির্জা ফখরুল নির্বাচন কমিশন ও বর্তমান সরকারের আচরণের ওপর জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে থাকা না-থাকার বিষয় নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আজ বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলার বিষয়টি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শুভ লক্ষণ নয় বলেও তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণভবনে আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়ে যে বৈঠক হয়েছে আমরা তা ইসির সঙ্গে বৈঠকে তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম এটা আচরণবিধি লঙ্ঘন। কমিশন বলেছে বিষয়টি দেখবে।’
তিনি বলেন, ‘আমরা বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছি। বলেছি, তাকে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। কমিশন বলেছে বিষয়টি আমরা দেখবো।’
এদিকে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন, পরস্পরের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। আমরা কমিশনকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে বলেছি।’ এ সময় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার দুঃখ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।
ড. কামাল বলেন, ‘আমরা নির্বাচন পেছানোর কথা বলেছিলাম। কমিশন বলেছে বিষয়টি বিবেচনা করবে।’
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কমিশনের কাছে তিন সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছি। তারা বলেছে, নিজেরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
ইভিএম ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানিয়েছি। কমিশন বলেছে, তারা সিটি করপোরেশন এলাকাগুলোতে সীমিত আকারে ইভিএম ব্যবহারের বিষয়টি এখনও চিন্তার মধ্যে রেখেছে। নিরাপদ না হলে তারা ইভিএম ব্যবহার করবে না বলে জানিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে আমরা প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েনের কথা বলেছিলাম। তারা এটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা প্রশাসনে রদবদল, গায়েবি মামলা বন্ধ, পোলিং এজেন্টদের নিরাপত্তা, পর্যবেক্ষক ও গণমাধ্যমদের অবাধ দায়িত্ব পালনের দাবি জানিয়েছিলাম, তারা এগুলো বিবেচনার কথা জানিয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা দাবিগুলো জানিয়েছি, প্রত্যেকবারই জানাই, তারা আশ্বস্ত করেন। তবে কতটা হবে তা জনগণই বলতে পারবেন।’
আর দাবির বিষয়ে ড. কামাল বলেন, ‘আমরা যেসব দাবি জানিয়েছি, তারা প্রতিশ্রুতি দিয়েছেন। বাস্তবায়ন হলে বুঝতে পারবো।’

/ইএইচএস/এআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ