X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় আসলে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে: মেনন

ঢাবি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১





ক্ষমতায় আসলে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে: মেনন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে আমি বলতে পারি বাংলাদেশের ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, সাধারণ মানুষ কেউ রক্ষা পাবে না। ক্ষমতায় আসতে পারলে তারা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেবে।’
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘নির্বাচনি প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাশেদ খান মেনন বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন, তা পড়ে আমার মনে হয়েছে, স্বপ্নে ঘি খাওয়ার কার না ইচ্ছা জাগে! তিনি স্বপ্নে ঘি খেয়েছেন! তিনি স্বপ্ন দেখিয়ে বলেছেন, চাকরির কোনও বয়সসীমা থাকবে না। ইশতেহারে বলেছেন, তারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন। আমার প্রশ্ন: যুদ্ধাপরাধীদের বিচার করবেন আর জামায়াতকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন? যে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, সেই জামায়াতকে নিয়ে ড. কামাল হোসেন যুদ্ধাপরাধীদের বিচার করবেন! এর চেয়ে প্রহসন আর কিছু হতে পারে না।’
তিনি বিএনপির ইশতেহার প্রসঙ্গে আরও বলেন, ‘বিএনপির ইসতেহার পড়ে মনে হয়েছে, ক্ষমতাকে হাতের মুঠোয় রেখে বাংলাদেশের অধিকাংশ মানুষ যে যা চায়, তাকে তা ধরিয়ে দিতে চাচ্ছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের কথা তাদের ইশতেহারে উল্লেখ নেই। এতে প্রমাণিত হলো যে, ঐক্যফ্রন্ট এবং বিএনপি-জামায়াত এক। ঐক্যপ্রক্রিয়া বিএনপি-জামায়াতের ঐক্যের মধ্যে দিয়ে যে ঐক্যফ্রন্ট তৈরি হয়েছে, সেটার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতকে বাংলাদেশের মানুষের কাছে আরেকবার হালাল করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে, মানুষ তা বাঁচিয়ে রাখবে।’
সমাজকল্যাণমন্ত্রী নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন, “অন্যদিকে আমাদের দেশরত্ন শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেছেন এবং ঘোষণা করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাদের কয়েক বছরে চলার পথে কিছু ভুল থাকতে পারে। আমরা যদি কোনও ভুল করে থাকি তাহলে সে ভুল আমরা স্বীকার করছি। সে ভুলের জন্য আমি জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।’ এতে প্রধানমন্ত্রী তার উদারতার পরিচয় দিয়েছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র এবং শিক্ষক হিসেবে বলতে পারি ১৯৭০ সালের যে নির্বাচন হয়েছে, সে নির্বাচন আমাদের দেশের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ কোন পথে হাঁটবে? স্বাধীনতার পক্ষে বাংলাদেশের যে অভিযাত্রা তা ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছিল। সেই নির্বাচনের মতো আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে, বাংলাদেশ কি স্বাধীনতার পক্ষে হবে, না বিরোধীদের হবে?’
কথা থাকলেও বিশেষ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
ঢাকা ২১ নম্বর ওয়ার্ড (শাহবাগ থানা) আওয়ামী লীগের সভাপতি বাবু মতিলাল রায়ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম এম হামিদ খান।

/এইচআই/
সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড