X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক গণফোরাম: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২৩:৪৪

শনিবার বিকাল ৪টায় জাতীয় শিশুকল্যাণ পরিষদে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন ও অন্যরা ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে যে দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সংসদে যাওয়ার ব্যাপারে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবো’- বলেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের  আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সুনির্দিষ্ট আলোচনা করে সংসদে যাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমার ধারণা, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবো। তারা অনেক প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছেন। গণফোরামের পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানিয়েছি।’
শনিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় জাতীয় শিশুকল্যাণ পরিষদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. কামাল হোসেন এসব কথা বলেন। এর আগে গণফোরামের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের কোনও দ্বন্দ্ব নেই। আমরা সারাজীবন ঐক্যের রাজনীতি করেছি। শেষ পর্যন্ত ঐক্যফ্রন্ট রাখার ব্যাপারে আমরা ইতিবাচক থাকব।’

তিনি বলেন,  ‘জনমত গঠন করার জন্য আমরা ঐক্যফ্রন্ট গঠন করেছি। সেই আন্দোলন চলছে । ভবিষ্যতে সেই আন্দোলন আরও তীব্র হবে।’

জামায়াতকে ধানের শীষের প্রতীক দেওয়া হবে জানলে আপনি ঐক্যফ্রন্টে যেতেন না– বিদেশি বিভিন্ন গণমাধ্যমকে আপনি একথা বলেছেন। তাহলে এখন কি আপনি ঐক্যফ্রন্টে থাকবেন? এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আমার সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, “জামায়াত ঐক্যফ্রন্টে নেই। তারা ২০ দলীয় জোটে আছে।” ’

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন তবে কি ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মধ্যে কোনও দ্বন্দ আছে?  এ প্রশ্নের উত্তরে কামাল হোসেন বলেন,  ‘আমার মনে হয়, কোনও দ্বন্দ্ব নেই।’

আপনারা একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাহলে নির্বাচনে কেন গিয়েছিলেন? এর জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘শেষ পর্যন্ত দেখা এবং প্রমাণ করার জন্য গিয়েছি যে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

এ সময় তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছেন, সকাল থেকে ড. কামাল বলেছেন, ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য। কিন্তু কাজ তো রাতেই হয়ে গেছে (ব্যালটে সিল মারা হয়ে গেছে)।’

নবনির্বাচিত সরকারকে বিভিন্ন দেশ সমর্থন দিচ্ছে– এ বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘অনেকেই সরকারকে সমর্থন দিচ্ছে, কিন্তু দেখবেন তাদের বক্তব্যে “কিন্তু”  “কিন্তু” রয়েছে।’

শেষ পর্যন্ত থাকবে ঐক্যফ্রন্টে থাকবেন কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট ইতিবাচক হবে বলে আমি মনে করি। কারণ ঐক্যফ্রন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, করব। আমরা আলাপ-আলোচনা করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু,  জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ। 

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড
বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার
বাজারে সংকট সৃষ্টি করতে মজুত করা এক লাখ ডিম উদ্ধার
কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
কলেজশিক্ষককে পেটানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার সুফল ভোগ করছি’
‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার সুফল ভোগ করছি’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি