X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিএনপির লালমনিরহাট জেলা কমিটিতে গঠনতন্ত্রের লঙ্ঘন

আদিত্য রিমন
১৯ মার্চ ২০১৯, ২১:১৯আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:১১

বিএনপি ও আসাদুল হাবিব দুলু

দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে জেলা কমিটিতে পদ দিয়েছে বিএনপি। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন করে ‘এক নেতার এক পদ’ এমন ধারা যুক্ত করা হয়। কিন্তু এই ধারার তোয়াক্কা না করে লালমনিরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) দুপরে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সভাপতি এবং হাফিজুর রহমান বাবলাকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

তবে এই কমিটি গঠনে দলটির গঠনতন্ত্রের ‘এক নেতার এক পদ’ এই ধারাটি মানা হয়নি আসাদুল হাবিব দুলুর ক্ষেত্রে। জেলা কমিটির সভাপতি ছাড়াও তিনি (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও। ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন হওয়ার পর এমন ঘটনা এবারই প্রথম। দলে অন্য যারা একাধিক পদে দায়িত্ব পালন করছেন তারা এমন দায়িত্ব পালন করছেন গঠনতন্ত্রের এই সংশোধনী আনার আগে থেকেই। তাদের ক্ষেত্রেও একটি পদ রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার দাবি রয়েছে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ তিনি (আসাদুল হাবিব দুলু) সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সেটি এখনও অনুমোদন করা হয়নি।’

তবে আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ আমি সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করিনি। এই ধরনের কথা কেন আসবে কেন?’

আর সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘দলের কাউন্সিলের মাধ্যমে আসাদুল হাবিব দুলুকে সভাপতি নির্বাচন করা হয়েছে। ফলে দলের গঠনতন্ত্রের ‘এক নেতার এক পদ’ বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি।’

বিএনপির গঠনতন্ত্রে ‘এক নেতার এক পদ’ ধারাটি যুক্ত হওয়ায় দলের মহাসচিবের পদ রেখে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ব্যতিক্রম কেবল তিনিই। এখনও বিএনপির অনেক নেতা দলের গঠনতন্ত্রের এই ধারাটি মানছেন না।

বিএনপির নেতাদের মধ্যে একাধিক পদে রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল; সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাউয়ুমসহ আরও অনেক।  

এদিকে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে এখনও পাঁচটি শূন্যপদ রয়েছে। এছাড়া দলটির ছাত্র বিষয়ক, ধর্ম বিষয়ক সম্পাদক পদসহ বেশ কয়েকটি খালি রয়েছে বলে জানা গেছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা