X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তদন্ত করে দেখবো: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১১:২৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:০৮




বনানীর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ড. কামাল রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের কমিটি ভবন নির্মাণের যথাযথ নীতিমালা মানা হয়েছে কিনা তা দেখতে তদন্ত করবে।’ শুক্রবার (২৯ মার্চ) সকালে বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় জানানো হয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি কমিটি তদন্ত করবে।

কামাল হোসেন বলেন, ‘এত বড় ঘটনা, এতো মানুষ মারা গেল, এই তদন্তে জাতীয় কমিটি গঠন করা দরকার। আমরা আইনবিদ ও বিশেষজ্ঞরা তা দেখবো। এত বড় ভবন মানুষ বাঁচার জায়গা পেল না। জানালা দিয়ে লাফিয়ে পরে মানুষ মারা গেল, পুড়ে আটকা পরে মারা গেল। এটা হতে পারে না।’

ড. কামাল আরও বলেন, ‘এই ভবন নির্মাণের বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, যেসব প্রতিষ্ঠানের কাছে গিয়ে অনুমোদন নেওয়ার কথা ছিল সেখানে তারা গিয়েছিল কিনা, অনুমোদন নিয়েছিল কিনা, অনুমোদন নিলেও যেসব শর্ত তাদের দেওয়া হয়েছিল, তা তারা মেনেছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। ওইসব প্রতিষ্ঠান অনুমোদন বুঝেশুনে দিয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। সরকার তদন্ত কমিটি করবে। সেখানে বহুতল ভবনে নির্মাণের অভিজ্ঞ এমন বিশেষজ্ঞদের নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমরা যে তদন্ত কমিটি করেছি তা কো-অর্ডিনেটর সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। আপনারা সবাই তাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা সরেজমিনে দেখে গেলাম। এরপর তথ্য সংগ্রহ করবো।’

ফায়ার এক্সিট থাকার কথা সেগুলো এই ভবনে নেই। থাকলেও তা কাজ করেনি। এসব বিষয় কেন মনিটরিং হয় না সেগুলো দেখা উচিৎ। সরকার এবিষয়ে একটা কমিশন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন গঠন করে সবকিছু তদারকি করতে পারে সরকার।’

ক্ষতিগ্রস্ত কেউ আইনি সহায়তা চাইলে তাও দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ আইনি প্রতিকার চাইলে আমরা তা দিবো।

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা