X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

কল্যাণ পার্টির নতুন কমিটি, অপরিবর্তিত শীর্ষ পদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১০:৫১আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১০:৫২

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও এম এম আমিনুর রহমান বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির নতুন কমিটি করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান ও মহাসচিবসহ অধিকাংশ পদে তেমন কোনও পরিবর্তন আসেনি।

বুধবার (১০ এপ্রিল) বিকালে কল্যাণ পার্টির দফতর থেকে কেন্দ্রীয় কমিটির ৪৫ সদস্যবিশিষ্ট (আংশিক) তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ৬ এপ্রিল দলটির চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে পুনরায় চেয়ারম্যান এবং এম এম আমিনুর রহমানকে মহাসচিব রাখা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শুধু একজন নতুন যুক্ত হয়েছেন। ভাইস চেয়ারম্যানরা হলেন— লে. কর্নেল (অব.) এ এফ এম নুরুদ্দিন পিএসসি, মো. মতিয়ার রহমান, সাহিদুর রহমান তামান্না, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, আলী হোসেন ফরায়েজী, মাহমুদ খান, আ ন ম যাকিউল হক (নতুন), শামসুদ্দিন পারভেজ ও আহসান হাবিব ইমরুজ।

কমিটির অন্য নেতারা হলেন— অর্থবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, মো. নুরুল আফছার ও মো. আল আমিন ভূঁইয়া রিপন। পরিকল্পনাবিষয়ক সম্পাদক এরশাদুর রহমান মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক এম হাসান জেড খান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলমগীর কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আর এ এম ইসমাইল ফারুক, বানিজ্যবিষয়ক সম্পাদক ওবায়দুল হক সিরাজী, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান , সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. সালাহ উদ্দিন বিশ্বাস, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফয়েজ বিন আকরাম , ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান , পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক সৈয়দা রোকেয়া বেগম , তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এনামুল করিম রেজা, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) আব্দুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সুমন (চট্টগ্রাম বিভাগ), সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ (বরিশাল বিভাগ), সাংগঠনিক সম্পাদক আদম শফিউল্লাহ (রংপুর বিভাগ), সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক মঈন বকুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস শিকদার।

কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে— মো. খোরশেদ আলম, মো. কামারুজ্জামান , মো. জসিম উদ্দিন, মুসা মিয়া মজুমদার, মো. মহিউদ্দিন, মো. কামারুজ্জামান খান, সালাউদ্দিন আয়ুবী, মো. হাবিবুল্লা ভুইয়া ও মোয়াজ্জেম হোসেনকে।

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪৫ সদস্যের কমিটির মধ্যে ২৩ জন নতুন। অন্যরা গত কমিটিতেও ছিল।’

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো