X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতাকর্মীদের ৩০ টাকার ইফতার করার পরামর্শ গয়েশ্বরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ০৪:৩০আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:২৬

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ইফতার মাহফিল

কারাবিধি অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ টাকার ইফতার পান বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এজন্য দলীয় নেত্রীর প্রতি সহমর্মিতা জানিয়ে নেতাকর্মীদের জনপ্রতি ৩০ টাকা মূল্যমানের ইফতার করার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (১৫ মে) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক ইফতার মাহফিলে তিনি নেতাকর্মীদের এই পরামর্শ দিয়েছেন। এ সময় ‘দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেওয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার মাহফিল-২০১৯’ শিরোনামে কর্মসূচি পালন করেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনাদের এই জনপ্রতি ৩০ টাকার ইফতার করার উদ্যোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রশংসিত হয়েছে। শুধু কেরানীগঞ্জের নেতাকর্মী নয়, সারা দেশের নেতাকর্মীদের বলবো, আজকে আমরা শপথ নিই, কেউ ৩০ টাকার বেশি ইফতার খাবো না।’

এদিকে খালেদা জিয়াকে দেওয়া ইফতার প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইফতারে খালেদা জিয়াকে তার পছন্দের সব ধরনের খাবার সরবরাহ করা হয়।’

ভিত্তিহীন মামলায় খালেদা জিয়া কারাবন্দি বলে দাবি করে গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং আইনের শাসনের পক্ষে কথা বলার কারণে তিনি আজ কারাগারে। আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।’

অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আজ থেকে কেরানীগঞ্জের নেতাকর্মীরা জনপ্রতি ৩০ টাকার বেশি ইফতার খাবে না।’

এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।

 

 

 

 

 

 

/এএইচআর/এআরআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা